বাগমারায় যুব মহিলা লীগের ত্রি-বার্ষিক সম্মেলন সফল করতে প্রচার মিছিল

প্রকাশিত: সেপ্টেম্বর ২২, ২০২১; সময়: ৭:০৯ অপরাহ্ণ |
বাগমারায় যুব মহিলা লীগের ত্রি-বার্ষিক সম্মেলন সফল করতে প্রচার মিছিল

নিজস্ব প্রতিবেদক, বাগমারা : রাজশাহীর বাগমারায় অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ যুব মহিলা লীগ বাগমারা উপজেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন। আগামী ২৫ সেপ্টম্বর অনুষ্ঠিত হবে উপজেলা যুব মহিলা লীগের ত্রি-বার্ষিক সম্মেলন।

বাগমারা আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হকের নির্দেশনায় যুব মহিলা লীগকে সুসংগঠিত ও শক্তিশালী সংগঠন হিসেবে গড়ে তুলতে এই সম্মেলনের আয়োজন করা হয়েছে। যুব মহিলা লীগের ত্রি-বার্ষিক সম্মেলন ঘিরে এরই মধ্যে ভিন্ন সাজে সেজেছে উপজেলা সদর ভবানীগঞ্জ সহ এর আশপাশের এলাকা।

বুধবার বিকেলে উপজেলা যুব মহিলা লীগের ত্রি-বার্ষিক সম্মেলন সফল করতে প্রচার মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা যুব মহিলা লীগের ব্যানারে প্রচার মিছিলটি নিউ মার্কেটের সামনে থেকে বের করা হয়। প্রচার মিছিলটি ভবানীগঞ্জ বাজারের কলেজ মোড় হয়ে পুনরায় নিউ মার্কেটের সামনে এসে শেষ হয়।

প্রচার মিছিলে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ গোলাম সারওয়ার আবুল, যুগ্ম সাধারণ সম্পাদক, ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, দপ্তর সম্পাদক নুরুল ইসলাম, শ্রীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রভাষক জিল্লুর রহমান, উপজেলা মহিলা লীগের সভাপতি কহিনুর বানু, সাধারণ সম্পাদক জাহানারা বেগম, সাংগঠনিক সম্পাদক রেশমা খাতুন, রাজশাহী জেলা যুব মহিলা লীগের সভাপতি অধ্যাপিকা নার্গীস শেলী, সহ-সভাপতি শাহানাজ মুক্তা, যুগ্ম সাধারণ সম্পাদক জুবাইদা ইয়াসমিন, সাংগঠনিক সম্পাদক রজুফা খাতুন, ক্রীড়া বিষয়ক সম্পাদক হাসিনা আক্তার, হরিপুর ইউনিয়ন যুব মহিলা লীগের সভাপতি নাজিরা খাতুন, হড়গ্রাম ইউনিয়ন যুব মহিলা লীগের সভাপতি শিউলী আক্তার, সাধারণ সম্পাদক খুশী, বাগমারা উপজেলা যুব মহিলা লীগের সভাপতি প্রভাষক শাহিনুর খাতুন, সাধারণ সম্পাদক পারভীন আক্তার প্রমুখ।

প্রচার মিছিল শেষে ত্রি-বার্ষিক সম্মেলন সফল ও স্বার্থক করতে নিউ মার্কেটের সামনে সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠিত হয়। জানাগেছে ৯ বছর পর অনুষ্ঠিত হবে উপজেলা যুব মহিলা লীগের ত্রি-বার্ষিক সম্মেলন। ত্রি-বার্ষিক এই সম্মেলনে বাংলাদেশ যুব মহিলা লীগের কেন্দ্রীয় সহ জেলা-উপজেলা নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে