মোহনপুরে ষান্মাসিক পর্যালোচনা সভা

প্রকাশিত: সেপ্টেম্বর ২০, ২০২১; সময়: ৬:১৩ অপরাহ্ণ |
মোহনপুরে ষান্মাসিক পর্যালোচনা সভা

নিজস্ব প্রতিবেদক, মোহনপুর : রাজশাহী মোহনপুর উপজেলার কার্যকর ও জবাবদিহিমূলক স্থানীয় সরকার (ইএএলজি) প্রকল্পের আওতায় এবং জাতিসংঘ উন্নয়ন কর্মসূচীর (ইউএনডিপি) সহযোহিতায় মোহনপুর উপজেলা প্রশাসনের আয়োজনে ইউনিয়ন সমূহের অংশগ্রহণে উপজেলা পর্যায়ে লাইন ডিপার্টমেন্টের সাথে ষান্মাসিক পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়।

সোমবার সকাল ১০ টায় উপজেলা হলরুমে কর্মশালা সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সানওয়ার হোসেন। প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার উপ-পরিচালক রাজশাহীর শাহানাজ আখতার জাহান।

বিশেষ অতিথি ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মেহবুর হাসান রাসেল, সানজীদা রহমান রিক্তা,আবাসিক মেডিকেল অফিসার রাশেদুল ইসলাম।

অনুষ্ঠানে ষান্মসিক পর্যালোচনা সভায় ইউনিয়ন সমূহের অংশ গ্রহনে উপজেলা পর্যায়ে কার্যক্রম অগ্রগতি পর্যালোচনা কার্যকর পরিকল্পনা বাজেট প্রণয়ন এবং স্থানীয় উন্নয়নমূলক কার্যক্রম বাস্তবায়নের লক্ষে ইউনিয়ন পরিষদ উপজেলা পরিষদের নির্বাচিত জনপ্রতিনিধি ও কর্মকর্তাদের দক্ষতা উন্নয়ন করা।

জনসাধারণের সঙ্গে নিয়মিত মতবিনিময় ও গণশুনানি আয়োজন জন্য ইউনিয়ন ও উপজেলা পরিষদকে সহায়তা প্রদান। সিন্ধান্ত গ্রহন প্রক্রিয়ার নারীদের অংশগ্রহন বৃদ্ধি এবং নারী ক্ষমতায়নের লক্ষ্যে উপজেলা নারী উন্নয়ন ফোরামকে কার্যকর করা, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের লক্ষ্যে ইউনিয়ন ও উপজেলা পরিষদকে পরিকল্পনা প্রণয়নে সহযোগিতা করা, উপজেলা পরিষদের তহবিল গঠনে কো-ফাইন্যান্সিং তথা যৌথ অর্থায়নের সুযোগ সৃষ্টিতে সহায়তা করা।

স্থানীয় সরকার প্রতিষ্ঠানকে শক্তিশালীকরণ ও সেবারমান বৃদ্ধিকল্পে নীতির সংস্কার ও তার বাস্তবায়ন। অনুষ্ঠান পরিচালনা করেন ইএএলডি প্রকল্প রাজশাহী ডিস্ট্রিক্ট ফ্যাসিলিটেটর (ডিএফ) আবু হেনা মস্তফা কামাল।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে