তানোরে সার ডিলারদের সাথে ইউএনওর মতবিনিময়

প্রকাশিত: সেপ্টেম্বর ২০, ২০২১; সময়: ৩:২১ অপরাহ্ণ |
তানোরে সার ডিলারদের সাথে ইউএনওর মতবিনিময়

নিজস্ব প্রতিবেদক, তানোর : কৃষকদের হয়রানী ও সার নিয়ে কোন ধরনের অনিয়ম মেনে নেয়া হবেনা। কৃষকরা যেন সময়মত এবং সরকারী মূল্যে সার ও কিটনাশক পাই সেদিকে সকল সার ও কিটনাশক ব্যবসায়ীদেরকে সতর্ক থেকে ব্যবসা পরিচালনা করতে হবে।

সোমবার বেলা ১১ টার দিকে তানোর উপজেলা পরিষদ মিলনায়তনে তানোর উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত তানোর উপজেলার বিসিআইসি ও বিএডিসি সার ডিলারদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তানোর উপজেলা নির্বাহী অফিসার পংকজ চন্দ্র দেবনাথ।

তিনি বলেন, কৃষকরা রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে কঠোর পরিশ্রম করে ফসল ফলিয়ে খাদ্য উৎপাদন করেন। কৃষকরা যেন সার ও কিটনাশক সহজেই হাতের কাছে পাই সে ব্যবস্থাও আপনাদেরকেই করতে হবে।

তানোর উপজেলা কৃষি অফিসার শামিমুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিথ ছিলেন তানোর উপজেলা বিসিআইসি সার ডিলার সমিতির সভাপতি মোহাম্মদ আলী বাবু।

এসময় উপস্থিত ছিলেন, তানোর উপজেলা বিএডিসি সার সমিতির সভাপতি জাকির হোসেন জুয়েল, সাধারণ সম্পাদক নির্মল কুমার দাস, বিসিআইসি ডিলার এমদাদুল হক, উপসহকারী কৃষি অফিসার নাসিম প্রমূখ।

এসময় সার ব্যবসায়ীসহ কৃষি অফিসের কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন।

জানা গেছে, তানোর উপজেলা নির্বাহী পংকজ চন্দ্র দেবনাথ তানোরে যোগ দেয়ার পর সার ডিলারদের সাথে অফিসিয়ালী ভাবে প্রথম সভা উপলক্ষে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে