রাজশাহীর দূর্গাপুরে নকল প্রসাধনী সামগ্রী কারখানায় অভিযান, গ্রেপ্তার ২

প্রকাশিত: সেপ্টেম্বর ১৭, ২০২১; সময়: ৭:৩০ অপরাহ্ণ |
রাজশাহীর দূর্গাপুরে নকল প্রসাধনী সামগ্রী কারখানায় অভিযান, গ্রেপ্তার ২

নিজস্ব প্রতিবেদক : রাজশাহীতে জেলা ডিবি পুলিশের অভিযানে বিপুল নকল প্রসাধনী সামগ্রীসহ গ্রেপ্তার অবৈধ ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাজশাহী জেলা গোয়েন্দা শাখা (ডিবি) একটি বিশেষ টিম অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ নকল প্রসাধনী সামগ্রীর উপকরণসহ ০২ জন ব্যক্তিকে গ্রেফতার করে। শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যে এ তথ্য জানান জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (সদর) ইফতেখার আলম।

গ্রেফতারকৃত ব্যক্তিরা হচ্ছে ১। শ্রী বিশ্বজিৎ সরকার (২৮) পিতা- বলাই সরকার ও ২। শ্রী বিপ্লব সরকার (২৫), পিতা- বলাই সরকার, উভয় সাং-জয়কৃষ্ণপুর, থানা-দূর্গাপুর, জেলা-রাজশাহী।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, গোপন তথ্যের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখা জানতে পারেন যে, দুর্গাপুর থানাধীন জয়কৃষ্ণপুর গ্রামস্থ বিশ্বজিৎ সরকার এর বাড়িতে নকল প্রসাধনী উৎপাদন করা হয়। বিষয়টি রাজশাহী জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ অবহিত হন। এরপর রাজশাহীর পুলিশ সুপার এ বি এম মাসুদ হোসেন, বিপিএম (বার) এর দিকনির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) সনাতন চক্রবর্তীর নেতৃত্বে ডিবির ইন্সপেক্টর মোঃ আতিকুর রহমানসহ সঙ্গীয় টিম উক্ত অভিযানটি পরিচালনা করে।

অভিযান পরিচালনা করে বৃহস্পতিবার সন্ধ্যা অনুমান সাড়ে ৬ টার দিকে দূর্গাপুর থানাধীন জয়কৃষ্ণপুর গ্রামের ধৃত আসামী বিশ্বজিৎ সরকারের বাসার নকল কারখানা হতে ভেজাল প্রসাধনী সামগ্রী ও তৈরির মেশিন, বিভিন্ন প্রসাধনী কেমিক্যাল দ্বারা তৈরী ক্রীম, বিভিন্ন কোম্পানির নকল খালি মোড়ক, খালি কাগজের প্যাকেট ও ক্রীম তৈরিতে ব্যবহৃত বিভিন্ন মালামালসহ তাদের গ্রেফতার করা হয়। এ সময় এই চক্রের কয়েকজন পালিয়ে যায়।

এ বিষয়ে দুর্গাপুর থানায় একটি মামলা রুজু হয়েছে। পলাতক আসামিদের গ্রেফতারের পুলিশি তৎপরতা অব্যাহত রয়েছে।

  • 45
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে