খেলাধূলার মাধ্যমে অপকর্ম থেকে নিজেকে দূরে রাখা যায়: এমপি এনামুল হক

প্রকাশিত: সেপ্টেম্বর ১৭, ২০২১; সময়: ৭:১৯ অপরাহ্ণ |
খেলাধূলার মাধ্যমে অপকর্ম থেকে নিজেকে দূরে রাখা যায়: এমপি এনামুল হক

নিজস্ব প্রতিবেদক, বাগমারা : রাজশাহীর বাগমারা উপজেলার বীরকুৎসা রাজ স্পোটিং ক্লাবের জার্সি উন্মোচন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে শুক্রবার বিকেলে উপজেলার যোগীপাড়া ইউনিয়নের বীরকুৎসা অবিনাশ স্কুল এন্ড কলেজে মাঠে এক অনুষ্ঠানের আয়োজন করেন বীরকুৎসা রাজ স্পোটিং ক্লাব।

বীরকুৎসা অবিনাশ স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ জুলফিকার আলীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে মুঠোফোনের মাধ্যমে বক্তব্য রাখেন, রাজশাহী-৪ (বাগমারা) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক।

প্রধান অতিথি বলেন, সুস্থ ও সুন্দর ভাবে বাঁচতে গেলে খেলাধূলার বিকল্প নেই। খেলাধূলা শরীরকে সুস্থ রাখে। খেলাধূলার সাথে নিজেকে জড়িত রাখলে বিপথে যাওয়ার সুযোগ কম থাকে। খেলাধূলার ফলে অনেক অপকর্ম থেকে নিজেকে দূরে রাখা যায়। লেখাপড়ার পাশাপাশি শিক্ষার্থী সহ যুবকদের খেলাধূলায় মনোনিবেশ করার আহ্বান জানান তিনি।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাগমারা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ গোলাম সারওয়ার আবুল, যুগ্ম সাধারণ সম্পাদক, উপজেলা ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, দপ্তর সম্পাদক নুরুল ইসলাম, সদস্য জয়নাল আবেদীন, যোগীপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের মাজেদুল ইসলাম সোহাগ, সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, বীরকুৎসা রাজ স্পোটিং ক্লাবের সভাপতি কাউসার আলী, সহ-সভাপতি শাহিন আক্তার তুহিন, সাধারন সম্পাদক আতাউর রহমান উজ্জল, উপদেষ্টা সদস্য সজল আহম্মেদ, আনারুল ইসলাম, কামাল হোসেন প্রমুখ।

এ সময় বীরকুৎসা রাজ স্পোটিং ক্লাবের সদস্য সহ আওয়ামী লীগ ও অংগ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বীরকুৎসা রাজ স্পোটিং ক্লাবের জার্সি উন্মোচন উপলক্ষে এক প্রীতি ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত হয়। এতে বীরকুৎসা রাজ স্পোটিং ক্লাব ও নাটোর জেলা একাদশের খেলাটি ২-২ গোলে ড্র হয়।

  • 11
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে