বাগমারায় আত্মহত্যা প্ররোচনা মামলায় স্বামী সহ ওয়ারেন্টভুক্ত আসামী গ্রেপ্তার

প্রকাশিত: সেপ্টেম্বর ১৭, ২০২১; সময়: ৪:৫৮ অপরাহ্ণ |
বাগমারায় আত্মহত্যা প্ররোচনা মামলায় স্বামী সহ ওয়ারেন্টভুক্ত আসামী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, বাগমারা : রাজশাহীর বাগমারায় পুলিশের পৃথক অভিযানে ওয়ারেন্টভুক্ত সহ নিয়মিত মামলায় ২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের মধ্যে স্ত্রী সাথী বেগমের (২৫) মৃত্যুর প্ররোচনায় মামলায় স্বামী ইউনুস আলী (৫৫) কে গ্রেপ্তার করা হয়।

গত বৃস্পতিবার বিকেলে ইউনুস আলীর স্ত্রী নিজ ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। ওই ঘটনায় নিহত সাথী বেগমের পিতা সাইফুল ইসলাম বাদী হয়ে বাগমারা থানায় একটি মামলা দায়ের করে। ওই মামলায় ইউনুস আলীকে গ্রেপ্তার করা হয়।

সে উপজেলার তাহেরপুর পৌরসভার জামগ্রাম গ্রামের মৃত মেহের আলীর ছেলে। অপরদিকে ওয়ারেন্টভুক্ত আসামী আশরাফুল ইসলাম (৩৩) কে গ্রেপ্তার করেছে পুলিশ। সে গোপালপুর গ্রামের ইউসুফ আলীর ছেলে। বৃহস্পতিবার রাত ১১ টার দিকে আশরাফুল ইসলামকে বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।

এ ব্যাপারে বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাক আহম্মেদ বলেন, স্ত্রীকে আত্মহত্যার প্ররোচনায় দায়েরকৃত মামলায় ইউনুস আলীকে এবং ওয়ারেন্টভুক্ত আশরাফুল ইসলামকে শুক্রবার আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

  • 4
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে