রাজশাহীতে প্রধানমন্ত্রীর উপহার খাদ্য সামগ্রী বিতরণ করেন মেয়র

প্রকাশিত: সেপ্টেম্বর ১৬, ২০২১; সময়: ৭:২৩ অপরাহ্ণ |
রাজশাহীতে প্রধানমন্ত্রীর উপহার খাদ্য সামগ্রী বিতরণ করেন মেয়র

নিজস্ব প্রতিবেদক : রাজশাহী মহানগরীর ২৪ নং ওয়ার্ডের বন্যা দুর্গতদের মাঝে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার বিকেল ৫টায় ২৪নং ওয়ার্ড কাউন্সিলর কার্যালয়ের সামনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খাদ্য সামগ্রী বিতরণ করেন রাজশাহী মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। ৪০০ বন্যা দুর্গত মানুষের প্রত্যেককে ১০ কেজি করে চাল ও ১টি করে মাস্ক প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাসিক মেয়র বলেন, যখনই মানুষের বিপদ আসে, তখনই বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ায় আওয়ামী লীগ সরকার। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশে আমরা সব সময় মানুষের পাশে আছি। মহামারি করোনাকালীন প্রায় দেড় বছর ধরে অজস্রবার সরকার ও আমাদের পক্ষ থেকে মানুষকে খাদ্য, অর্থ সহ সার্বিকভাবে সহায়তা প্রদান করেছি। মানুষের প্রয়োজনে আগামীতেও এভাবে আমরা মানুষের পাশে থাকবো। সকলে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার জন্য সবাই দোয়া করবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ্য থাকবেন।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন রাসিকের ২৪নং ওয়ার্ড কাউন্সিলর মো. আরমান আলী। এ সময় রাজশাহী মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আহসানুল হক পিন্টু, মহানগর ছাত্রলীগের সভাপতি নূর মোহাম্মদ সিয়াম সহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

  • 14
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে