পবায় গ্রামভিত্তিক অস্ত্রবিহীন ভিডিপি মৌলিক প্রশিক্ষণের সমাপনি

প্রকাশিত: সেপ্টেম্বর ১৬, ২০২১; সময়: ৭:০৯ অপরাহ্ণ |
পবায় গ্রামভিত্তিক অস্ত্রবিহীন ভিডিপি মৌলিক প্রশিক্ষণের সমাপনি

নিজস্ব প্রতিবেদক : রাজশাহীর পবা উপজেলায় গ্রামভিত্তিক অস্ত্রবিহীন ভিডিপি মৌলিক প্রশিক্ষণের সমাপনি অনুষ্ঠিত হয়েছে। উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের আয়োজনে ৫-১৬ সেপ্টেম্বর পর্যন্ত এ প্রশিক্ষণে মাড়িয়া গ্রামের ৩২ পুরুষ ও ৩২ মহিলা অংশ নেন।

বৃহস্পতিবার উপজেলার পারিলা ইউনিয়নে কয়ড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সমাপনিতে প্রধান অতিথি ছিলেন ৪ আনসার ব্যাটালিয়ন ও জেলা কমান্ড্যান্ট (অতিঃ দাঃ) আনসার ও ভিডিপি রাজশাহীর অধিনায়ক (পরিচালক) মো. কামাল হোসেন।

বিশেষ অতিথি ছিলেন কয়ড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। পবা উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা আকরাম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থাপনা করেন ইউ,আই উজ্জ্বল কুমার সরকার। অতিথিবৃন্দ প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র, ভাতা ও পুরস্কার বিতরণ করেন।

প্রশিক্ষণে ৮ জন অতিথি বক্তা হিসেবে সেশনে অংশ নেন। এরমধ্যে ছিলেন পবা উপজেলা নির্বাহী অফিসার শিমুল আকতার, প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. মনিরুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা এমএনএম জহুরুল হক প্রমুখ।

  • 14
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে