রাজশাহীর তৃতীয় লিঙ্গের মানুষের খাদ্য সহায়তা দিলেন বেন্টু

প্রকাশিত: আগস্ট ৫, ২০২১; সময়: ৫:৩০ অপরাহ্ণ |
রাজশাহীর তৃতীয় লিঙ্গের মানুষের খাদ্য সহায়তা দিলেন বেন্টু

নিজস্ব প্রতিবেদক : রাজশাহীতে করোনায় ক্ষতিগ্রস্থ অসহায় ও দুস্থ তৃতীয় লিঙ্গের মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরন করা হয়েছে। বৃহস্পতিবার মহানগরীর কোর্ট স্টেশন বাইপাস মোড় এলাকায় সামাজিক সংগঠন আমরা নতুন প্রজন্মের উদ্যোগে এই খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

খাদ্য সামগ্রীর প্রতিটি প্যাকেজে রয়েছে চাল, ডাল, আলু, পেয়াজ, সয়াবিন তেল, লবন ও সাবান। করোনা মহামারীর এই কঠিন সময়ে খাদ্যসামগ্রীর এই প্যাকেজ আগামী কয়েকটা দিনের জন্য হলেও একটু স্বস্তি বয়ে আনবে বললেন আসহায় এই তৃতীয় লিঙ্গের মানুষগুলো।

করোনার এই দূ:সময়ে এমন একটি উদ্যোগ নিয়ে পাশে দাড়ানোয় সামাজিক সংগঠন আমরা নতুন প্রজন্ম ও এর প্রধান পৃষ্ঠপোষককে সাধুবাদ জানিয়েছেন তৃতীয় লিঙ্গের সংগঠনের এই সভাপতি।

অনুষ্ঠানে রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, আমরা নতুন প্রজন্মের প্রধান পৃষ্ঠপোষক ও পদ্মাটাইমস এর প্রকাশক আজিজুল আলম বেন্টু প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মহানগরীর পশ্চিমাঞ্চলে বসবাসকারী প্রায় অর্ধশত দুস্থ ও অসহায় তৃতীয় লিঙ্গের মানুষের মাঝে খাদ্য সামগ্রীর এই বিশেষ প্যাকেজ বিতরণ করেন।

এসময় তিনি বলেন, তৃতীয় লিঙ্গের মানুষেরা বরাবরই বঞ্চিতদের তালিকায় থাকে। এই করোনাকালীন সময়ে তাদের আয়-রোজগার নেই বললেই চলে, তাই কঠিন এই সময়ে অন্যান্য অসহায় মানুষগুলোর পাশাপাশি তারাও যেন অন্য-কষ্টে না ভোগে সেই লক্ষ্যেই এমন উদ্যোগ।

এসসয় আমরা নতুন প্রজন্মের সদস্য সচিব জাহাঙ্গীর আলম কণকসহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

 

  • 77
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে