রাজশাহীতে মোবাইল ছিনতাইকালে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

প্রকাশিত: আগস্ট ৩, ২০২১; সময়: ১১:৪৮ অপরাহ্ণ |
রাজশাহীতে মোবাইল ছিনতাইকালে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক : রাজশাহী মহানগর ছাত্রলীগের সাবেক নেতা ছিনতাইয়ের অভিযোগ গ্রেপ্তার হয়েছে। মঙ্গলবার (০৩ আগস্ট) সকাল সাড়ে ৮টার দিকে নগরের শিরোইল শুভ পেট্রোল পাম্পের পাশে ছিনতাইকালে পুলিশ তাকে হাতে নাতে গ্রেপ্তার করে।

ইউসুব আলী নামের এক ব্যক্তির কাছ থেকে এক লাখ ৩০ হাজার টাকা মূল্যের স্যামসং মোবাইল ফোন ছিনতাইয়ের অভিযোগ আনা হয়েছে ওই ছাত্রলীগ নেতা সাহাবুল ইসলাম রুবেল (৩০) বিরুদ্ধে। এ সময় তার সহযোগি জহুরুল ইসলাম রেন্টু (৩৫) কেও গ্রেপ্তার করে পুলিশ।

সাহাবুল মহানগর ছাত্রলীগের আগের কমিটির নির্বাহী সদস্য ছিলেন। সে মতিহার থানার মধ্যবুথ পাড়ার শামসুল আলমের ছেলে। সাহাবুল মতিহার থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলাউদ্দিনের ভাতিজা। তার আরেক চাচা রাব্বেল হোসেন মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক ৩৫ নং ওয়ার্ডের সভাপতি।

পুলিশ জানায়, ইউসুফ আলী নামের এক ব্যক্তি শিরোইল শুভ পেট্রোল পাম্পের পাশ দিয়ে রিকশাযোগে যাচ্ছিলেন। এ সময় সাহাবুল ও তার সহযোগি জহুরুল রিকশার গতিরোধ করে ইউসুফকে তার পকেটে যা কিছু আছে সব দিয়ে দিতে বলে। ইউসুফ দিতে অস্বীকার করলে তারা বিভিন্ন প্রকার ভয়ভীতি দেখিয়ে তার পকেট থেকে এক লাখ ৩০ হাজার টাকা মূল্যের স্যামসাং মোবাইল ফোন জোরপূর্বক ছিনিয়ে নেয়।

এ সময় ইউসুফ আলী ছিনতাইকারী বলে চিৎকার করলে ঘটনাস্থলের পাশেই থাকা বোয়ালিয়া থানার এসআই গোলাম মোস্তফা, এসআই আমিনুল ইসলাম ও তাদের টিম স্থানীয় লোকজনদের সহায়তায় ছিনতাইকারি সাহাবুল ও জহুরুলকে আটক করে। পরে তাদের কাছ থেকে মোবাইলটি উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধ ছিনতাই আইনে মামলা করা হয়েছে।

  • 600
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে