রাজশাহীতে মসজিদে ঈমাম নিয়ে বিভেদ নিরসনে রাসিক মেয়রের মতবিনিময়

প্রকাশিত: আগস্ট ৩, ২০২১; সময়: ৮:২০ অপরাহ্ণ |
রাজশাহীতে মসজিদে ঈমাম নিয়ে বিভেদ নিরসনে রাসিক মেয়রের মতবিনিময়

নিজস্ব প্রতিবেদক : রাজশাহী মহানগরীর ৯নং ওয়ার্ডের পাঠানপাড়া জামে মসজিদে ঈমাম রাখা না রাখাকে কেন্দ্র করে মুসল্লিদের দুই পক্ষের মধ্যকার বিভেদ নিরসন করে দিয়েছেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন।

এ উপলক্ষে বুধবার বাদ আছর মসজিদের নেতৃবৃন্দ ও মুসল্লীদের সাথে মতবিনিময় করেন মেয়র।

মতবিনিময়কালে রাসিক মেয়র শিগগিরই মসজিদের নতুন এডহক কমিটি গঠনের নির্দেশনা দেন। কমিটি গঠনের জন্য রাসিকের প্যানেল মেয়র-১ ও ১২ নং ওয়ার্ড কাউন্সিলর এবং ৯ নং ওয়ার্ডের দায়িত্বপ্রাপ্ত কাউন্সিলর সরিফুল ইসলাম বাবুকে দায়িত্ব দেন।

দায়িত্বপ্রাপ্ত এডহক কমিটি ভোটের মাধ্যমে মসজিদের নতুন কমিটি গঠন করে সেই কমিটি দায়িত্ব হস্তান্তর করবে। রাসিক মেয়রের এই সিদ্ধান্তকে মসজিদের সকল মুসল্লীরা স্বাগত ও সাধুবাদ জানিয়েছেন।

  • 132
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে