চারঘাটে ইউনিয়ন পর্যায়ে টিকা প্রদানে প্রস্তুতি সভা

প্রকাশিত: আগস্ট ৩, ২০২১; সময়: ৬:৩৬ অপরাহ্ণ |
চারঘাটে ইউনিয়ন পর্যায়ে টিকা প্রদানে প্রস্তুতি সভা

নিজস্ব প্রতিবেদক, চারঘাট : রাজশাহীর চারঘাটে মহামারী করোনা থেকে সুরক্ষিত রাখতে উপজেলা করোনা প্রতিরোধ কমিটির আয়োজনে ইউনিয়ন পর্যায়ে টিকা প্রদানের জন্য প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও করোনা প্রতিরোধ কমিটির সভাপতি সৈয়দা সামিরার সভাপতিত্বে ভার্চুয়াল মিটিং এ অংশগ্রন করেন কমিটির উপদেষ্টা ও উপজেলা চেয়ারম্যান ফকরুল ইসলাম, সদস্য সচিব ও উপজেলা প:প: কর্মকর্তা ডা: আশিকুর রহমান, সহকারী কমিশনার (ভ’মি) নিয়তি রাণী কৈরি, পৌর মেয়র একরামূল হক, মডেল থানার ওসি মুহাম্মদ জাহাঙ্গীর আলম, সরদহ ইউপি চেয়ারম্যান হাসানুজ্জামান মধু, ইউসুফপুর ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম রতন, চারঘাট ইউপি চেয়ারম্যান মোজাম্মেল হকসহ ৬টি ইউপি চেয়ারম্যান, আনসার ও ভিডিপ কর্মকর্তা সেলিনা আক্তারসহ করোনা প্রতিরোধ কমিটির সদস্যবৃন্দ।

এদিকে দুপুরে বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ৪৬তম শাহাদৎ বার্ষিকী উপলক্ষে চারঘাট বাজার চার রাস্তার মোড়ে স্বাধীনতা চত্বরে এই মহতি অনুষ্ঠান উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান ফকরুল ইসলাম। উপজেলা ছাত্রলীগের সভাপাতি আল মামুন তুষারের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক রায়হানুল হক রানার সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত উপজেলা আ’লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন, পৌর মেয়র একরামূর হক, রাজশাহী জেলা আ’লীগ সদস্য সাইফুল ইসলাম বাদশা।

এই উদ্যোগের মাধ্যমে উপজেলার সাধারন জনগন বিনামূল্যে করোনা প্রতিরোধে কার্যকর টিকার রেজিষ্ট্রেশনের সুযোগ নিয়ে স্বাস্থ্যবিধি অনুযায়ী নির্ধারিত টিকা কেন্দ্রে গিয়ে টিকা নিতে পারবে। পাশাপাশি রেজিষ্ট্রেশন সুবিধার আওতায় নেয়ার জন্য উপজেলার বিভিন্ন ইউনিয়ন পর্যায়ে এই সকল ক্যাম্পেইন আগামী ৭ই আগষ্ট থেকে চালু হবে এবং সকলকে রেজিষ্ট্রেন করে টিকা নেবার জন্য অনুরোজ জানান।

  • 23
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে