জামিল ব্রিগেডকে দিগন্ত প্রসারী ও বৈকালী সংঘের আর্থিক সহায়তা প্রদান

প্রকাশিত: জুলাই ৩১, ২০২১; সময়: ৮:১৫ অপরাহ্ণ |
জামিল ব্রিগেডকে দিগন্ত প্রসারী ও বৈকালী সংঘের আর্থিক সহায়তা প্রদান

নিজস্ব প্রতিবেদক : রাজশাহীতে প্রাণঘাতি করোনাভাইরাস মোকাবিলায় আক্রান্ত রোগীদের বিনামূল্যে অক্সিজেন-অ্যাম্বুলেন্স সেবা দিয়ে যাচ্ছে শহীদ জামিল ব্রিগেড। সেবামূলক এসব কাজকে আরও এগিয়ে নিতে সংগঠনটিকে আর্থিক সহায়তা প্রদান করেছে দিগন্ত প্রসারী এবং বৈকালী সংঘ।

শনিবার (৩১ জুলাই) দুপুরে জিরোপন্টেস্থ ওয়ার্কার্স পার্টির দলীয় কার্যালয়ে জামিল ব্রিগেডের প্রধান সমন্বয়ক দেবাশিষ প্রামানিক দেবুর কাছে সহায়তার নগদ অর্থ তুলে দেন রাজশাহীর জনপ্রিয় এই দুই ক্লাবের সদস্যরা।

সহায়তার অর্থ গ্রহণ করে দেবু বলেন, দুই মাস ধরে শুধুমাত্র একটি ফোনের মাধ্যমে আমরা জনগণের কাছে বিনামূল্যে অক্সিজেন-অ্যাম্বুলেন্স পৌঁছে দিচ্ছি। একই সাথে শহরজুড়ে সাধারণ মানুষকে বিপুল পরিমাণে বিনামূল্যে মাস্কও বিতরণ করছি। আর্থিক সহায়তা নিয়ে জামিল ব্রিগেডের পাশে দাঁড়িয়ে দিগন্ত প্রসারী ও বৈকালী সংঘ মানবতার সেবায় বড় ভূমিকা রাখল। দেবু এই দুই ক্লাবের সকল সদস্যদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানান।

এসময় উপস্থিত ছিলেন- শহীদ জামিল ব্রিগেডের নেতা অ্যাড এন্তাজুল হক বাবু, মনিটরিং সেলের সদস্য আব্দুল মতিন, নাজমুল করিম অপু, দিগন্ত প্রসারী সংঘের সাধারণ সম্পাদক নুরুল হক, কোষাধ্যক্ষ সাহাবুদ্দীন টুকু, বৈকালী সংঘের রায়হান হালিম, সাবেক ছাত্রনেতা সেলিম মনোয়ার, একেএম মাসুদ প্রমুখ।

  • 59
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে