রাজশাহীর সীমান্তে চোরাই ৮টি ভারতীয় মহিষ আটক

প্রকাশিত: জুলাই ৩১, ২০২১; সময়: ৬:৪৮ অপরাহ্ণ |
রাজশাহীর সীমান্তে চোরাই ৮টি ভারতীয় মহিষ আটক

নিজস্ব প্রতিবেদক : রাজশাহীর সীমান্তে চোরাই ৮টি ভারতীয় মহিষ আটক করেছে রাজশাহী ১ ব্যাটালিয়ন বিজিবি।

বর্ডার গার্ড বাংলাদেশ রাজশাহী ব্যাটালিয়ন (১বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাব্বির আহমেদ, বিজিবিএম, পিবিজিএম, পিএসসি গণমাধ্যমে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান।
বিজ্ঞপ্তিতে আরো জানান, গত ৩০ জুলাই আনুমানিক ১০ টার দিকে রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) এর সহকারী পরিচালক মোহাঃ দেলোয়ার হোসাইন এর নেতৃত্বে ১৬ জনের একটি বিশেষ টহল দল রাজশাহী জেলার রাজপাড়া থানাধীন কেশবপুর চর নামক এলাকায় টহল পরিচালনা করে।

এসময় ভারত থেকে পারচার হয়ে আসা ০৮টি ভারতীয় মহিষ আটক করে। আটককৃত মহিষের আনুমানিক সিজার মূল্য ১৬,০০,০০০/- (ষোল লক্ষ) টাকা। বর্তমানে আটককৃত মহিষগুলো রাজশাহী শুল্ক কার্যালয়ে জমার করার কার্যক্রম প্রক্রিয়াধীণ।

 

  • 2
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে