রাজশাহী বিভাগে কমেছে করোনা শনাক্ত ও মৃত্যু

প্রকাশিত: জুলাই ২৯, ২০২১; সময়: ৯:০৫ অপরাহ্ণ |

নিজস্ব প্রতিবেদক : রাজশাহী বিভাগে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৭৩৫ জনের করোনা শনাক্ত হয়েছে। একই সময়ে জেলায় করোনায় ৯ জন মারা গেছেন। এর আগের দিন বিভাগে ৯১৭ জন শনাক্ত এবং ১৪ জনের মৃত্যু হয়েছিল।

তবে গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু ও শনাক্ত কমলেও শনাক্তের হার বেড়েছে। বৃহস্পতিবার রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক নাজমা আক্তার স্বাক্ষরিত প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

প্রতিবেদন অনুযায়ী, বুধবার সকাল আটটা থেকে বৃহস্পতিবার সকাল আটটা পর্যন্ত বিভাগে ৩ হাজার ১৯১ জনের নমুনা পরীক্ষা হয়েছে। নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ২৩ দশমিক ০৩ শতাংশ। এর আগের ২৪ ঘণ্টায় বিভাগে ৫ হাজার ১৭৩ জনের নমুনা পরীক্ষায় ৯১৭ জনের করোনা শনাক্ত হয়েছিল।

গত ২৪ ঘণ্টায় নতুন শনাক্ত হওয়া ৭৩৫ জনের মধ্যে রাজশাহীতে সর্বোচ্চ ২১২ জনের করোনা শনাক্ত হয়েছে। এ ছাড়া সিরাজগঞ্জে ১৪৯ জন, পাবনায় ১২৫ জন, বগুড়ায় ১১২ জন, নাটোরে ৫৮ জন, চাঁপাইনবাবগঞ্জে ৪৩ জন, নওগাঁয় ২৫ জন ও জয়পুরহাটে ১১ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে বিভাগে মোট ৮১ হাজার ৭৩৬ জনের করোনা শনাক্ত হয়েছে।

বিভাগে গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে বগুড়া ও সিরাজগঞ্জে ৩ জন করে; রাজশাহীতে ২ জন ও নাটোরে ১ জনের মৃত্যু হয়েছে। বিভাগে এখন পর্যন্ত করোনায় মোট ১ হাজার ২৯০ জনের মৃত্যু হয়েছে। বিভাগের আট জেলার মধ্যে বগুড়ায় সর্বোচ্চ ৫৪২ জনের মৃত্যু হয়েছে।

দ্বিতীয় সর্বোচ্চ ২৩৯ জনের মৃত্যু হয়েছে রাজশাহী জেলায়। এ ছাড়া চাঁপাইনবাবগঞ্জে ১৩৮ জন, নওগাঁয় ১১৬ জন, নাটোরে ১১১ জন, জয়পুরহাটে ৪৯ জন, সিরাজগঞ্জে ৫৯ জন ও পাবনায় ৩৪ জনের মৃত্যু হয়েছে।

গত বছরের ২৬ এপ্রিল রাজশাহী বিভাগে প্রথম করোনায় মৃত্যু হয়। এর মধ্যে গত বছর বিভাগে মোট ৩৬৬ জন মারা যান। আর চলতি বছরে এখন পর্যন্ত মারা গেছেন ৯২৪ জন। এর মধ্যে জুন মাসে ৩২৬ জনের মৃত্যু হয়েছে। আর জুলাই মাসে এ পর্যন্ত মারা গেছেন ৪১৬ জন।

রাজশাহী বিভাগে গত ২৪ ঘণ্টায় আগের দিনের তুলনায় সুস্থ হওয়ার সংখ্যা বেড়েছে। ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৮৪৪ জন। আগের দিন সুস্থ হয়েছিলেন ৭৯৪ জন। এ নিয়ে বিভাগে মোট ৫৮ হাজার ২৯৬ জন সুস্থ হয়েছেন।

বর্তমানে বিভাগের ৮ জেলার বিভিন্ন হাসপাতালে বর্তমানে ১১ হাজার ৫৭৫ জন রোগী চিকিৎসাধীন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় হাসপাতালে নতুন ২০২ জন রোগী ভর্তি হয়েছেন। বিভাগে হাসপাতালের বাইরে বাড়িতে আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন ১১ হাজার ৮৬৫ জন।

  • 174
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে