সেই সাবিত্রিকে হ্যান্ডমাইক উপহার দিলেন বেন্টু

প্রকাশিত: জুলাই ২৯, ২০২১; সময়: ৮:৪৩ অপরাহ্ণ |
সেই সাবিত্রিকে হ্যান্ডমাইক উপহার দিলেন বেন্টু

নিজস্ব প্রতিবেদক : সাঁওতালকন্যা সাবিত্রি হেমব্রমকে হ্যান্ডমাইক উপহার দিয়েছেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এবং পদ্মাটাইমস টোয়েন্টিফোর ডটকম এর প্রকাশক ও সিইও আজিজুল আলম বেন্টু। বৃহস্পতিবার দুপুরে সাবিত্রির হাতে হ্যান্ড মাইক তুলে দেন তিনি।

আদিবাসী সাঁওতাল কন্যা সাবিত্রি হেমব্রম একটি হ্যান্ড মাইক ধার করে করোনার শুরু থেকেই মানুষকে সচেতন করে আসছিলেন। এ নিয়ে গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশ হলে সাবিত্রিকে হ্যান্ড মাইক উপহার দেন আজিজুল আলম বেন্টু।

মাইক পেয়ে সাবিত্রি বলেন, ‘খুবই ভাল লাগছে। কাজে উৎসাহ পেলাম। প্রান্তিক মানুষের জন্য কাজ করতে চাই। এজন্য সাংবাদিকদের ধন্যবাদ যে আমার কার্যক্রমের সংবাদটি প্রকাশ করেছে। মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আজিজুল আলম বেন্টু ভাইকেও ধন্যবাদ।’

আবেগাপ্লুত হয়ে সাবিত্রি বলেন, ‘ধার করে কাজ করা খুবই কঠিন। এখন স্বস্থি পেলাম। আর কারো কাছে চাইতে হবে না। যখন ইচ্ছে তখনই কাজ করতে পারবো। আমাদের মত যুব সমাজের উচিত এই মহামারিকালে মানুষের পাশে থাকা।’

হ্যান্ড মাইক উপহার দিয়ে আজিজুল আলম বেন্টু বলেন, ‘সাবিত্রি সাহস করে খুবই ভাল উদ্যোগ নিয়েছে। তাকে নিয়ে সংবাদ পড়ার পর আমার মনে হয়েছে তাকে সমর্থন করা প্রয়োজন। তাই তাকে হ্যান্ড মাইক উপহার দিয়েছি। এতে যুব সমাজ উৎসাহিত হবে।’

তিনি বলেন, ‘ওরা যেহেতু মাস্কও বিতরণ করছে, ওদেরকে আমার পক্ষ থেকে মাস্কও সরবরাহ করা হবে। সবাই সাবিত্রির মতো করোনা সচেতনায় এগিয়ে এলে দেশ থেকে করোনা নির্মূল অনেক সহজ হয়ে যাবে। সমাজের সকল মানুষকেই উৎসাহ দেয়ার জন্য কাজ করতে হবে। ’

করোনাকালের শুরু থেকেই একটি হ্যান্ড মাইক ধার করে করোনার বিরুদ্ধে মানুষকে সচেতন করছেন সাবিত্রি। বলছেন, ‘করোনাকে নয় ভয়, আমরা করবো জয়। মাস্ক পড়ুন নিরাপদে থাকুন।’

শুধু তাই নয়, নিম্ন আয়ের যেসব মানুষের মুখে মাস্ক নেই তাদের হাতে তুলে দিচ্ছেন মাস্ক। নিম্ন আয়ের মানুষের মাঝে খাবার বিতরণও করছেন। সাবিত্রি রাজশাহী কলেজ থেকে অর্থনীতিতে মাস্টার্স শেষ করেছেন ২০১৮ সালে। ২০০৮ সালে রাজশাহীর বিবি হিন্দু একাডেমী থেকে এসএসসি এবং ২০১০ সালে রাজশাহী মহিলা কলেজে থেকে এএইচএসসি পাশ করেন।

সাবিত্রি হেমব্রম নগরীর হড়গ্রাম পূর্বপাড়ার বাসিন্দা অবসরপ্রাপ্ত জেলা সমবায় কর্মকর্তা সূর্য হেমব্রমের কন্যা। তার মা জাতীয় আদিবাসী পরিষদের রাজশাহী মহানগর শাখার সভাপতি সুমিলা টুডু।

  • 351
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে