রাজশাহীতে ৩৫০ দুস্থ ও প্রতিবন্ধী মানুষ পেলেন আরএমপির ত্রাণসামগ্রী

প্রকাশিত: জুলাই ২৯, ২০২১; সময়: ৭:০৪ অপরাহ্ণ |
রাজশাহীতে ৩৫০ দুস্থ ও প্রতিবন্ধী মানুষ পেলেন আরএমপির ত্রাণসামগ্রী

নিজস্ব প্রতিবেদক : রাজশাহীতে ৩৫০ জন অসহায়, গরিব দুঃস্থ, প্রতিবন্ধীদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) কমিশনার মোঃ আবু কালাম সিদ্দিক।

আরএমপি’র মানবিক সহায়তার অংশ হিসেবে বৃহস্পতিবার (২৯ জুলাই) বিকেল ৫টায় স্বাস্থ্যবিধি মেনে আরএমপি পুলিশ লাইন্সে ৩৫০ জন অসহায় মানুষের মাঝে চাল, আটা, ডাল, লবণ ও তেল বিতরণ করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে আরএমপি কমিশনার আবু কালাম সিদ্দিক বলেন, লকডাউনের কারণে শ্রমজীবীরা কর্মহীন হয়ে পরিবার পরিজন নিয়ে অনেক কষ্টে রয়েছেন। কষ্টে থাকা শ্রমজীবী মানুষদের পাশে এসে দাঁড়ানোর জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকলের প্রতি আহ্বান জানিয়েছেন। মাননীয় প্রধানমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ করোনাকালে অসহায়, গরিব দুঃস্থ, প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গ জনগোষ্ঠীদের মাঝে এই ত্রাণ সামগ্রী বিতরণ করে আসছে।

তিনি বলেন, করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে সৃষ্ট পরিস্থিতিতে রাজশাহী মহানগরীতে প্রথম থেকেই কর্মহীন, অসহায় দুঃস্থ, প্রতিবন্ধীসহ বিভিন্ন পেশাজীবীদের মাঝে ত্রাণ সামগ্রী ও মাস্ক এবং হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করা হচ্ছে। করোনায় আক্রান্ত রোগীদের জন্য বিনামূল্যে অক্সিজেন সেবা দিয়ে আসছে। আইনশৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখার পাশাপাশি বিভিন্ন ধরণের সামাজিক ও মানবিক কর্মকান্ডে আরএমপি পুলিশ সবসময় সাধারণ মানুষের পাশে রয়েছে।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন) মোঃ সুজায়েত ইসলাম, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশন) মোঃ মজিদ আলী বিপিএম, উপ-পুলিশ কমিশনার (বোয়ালিয়া) মোঃ সাজিদ হোসেনসহ আরএমপি’র উর্ধ্বতন কর্মকর্তাগণ।

  • 26
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে