রাজশাহীতে প্রতিদিন বাড়ছে টিকা নেয়ার সংখ্যা

প্রকাশিত: জুলাই ২৯, ২০২১; সময়: ১০:১৭ পূর্বাহ্ণ |
রাজশাহীতে প্রতিদিন বাড়ছে টিকা নেয়ার সংখ্যা

নিজস্ব প্রতিবেদক : সোমবার (২৬ জুলাই) রাজশাহী বিভাগে করোনার টিকা নিয়েছিলো ২২ হাজার ৮৫৭ জন। গত মঙ্গলবার (২৭ জুলাই) টিকা নিয়েছিলো ২৬ হাজার ৫৮৯ জন।

অন্যদিকে বুধবার (২৮ জুলাই) বেড়ে তা আরো বেড়ে দাড়িয়েছে ২৮ হাজার ৫৫৮ জন। যার মধ্যে পুরুষ ১৫ হাজার ৪১৫ জন নারী ১৩ হাজার ১৪৩ জন। এদিকে রাজশাহী জেলায় টিকা নিয়েছে ৩ হাজার ২৪১ জন, পুরুষ এক হাজার ৭০৩ জন নারী এক হাজার ৫৩৪ জন।

চাঁপাইনবাগঞ্জে এক হাজার ৯০৫ জন পুরুষ এক হাজার ৮৮ জন, নারী ৮১৭ জন। নাটোরে ৩ হাজার ৩২০ জন পুরুষ এক হাজার ৭৬৯ জন নারী এক হাজার ৫৫১ জন। নওগাঁয় টিকা নিয়েছে ৪২৯৭ জন, পুরুষ দুই হাজার ২৬৫ জন নারী দুই হাজার ৩২ জন। পাবনায় ৫ হাজার ৫১৯ জন, পুরুষ দুই হাজার ৮৭৪ জন নারী দুই হাজার ৬৪৫ জন। সিরাজগঞ্জে তিন হাজার ৪৭ জন পুরুষ এক হাজার ৭০২ জন নারী এক হাজার ৩৪৫ জন।

বগুড়ায় ৫ হাজার ২৪১ জন, জয়পুরহাটে এক হাজার ৯৮৮ জন পুরুষ এক হাজার ৮৪ জন নারী ৯০৪ জন। রাজশাহী সিটি কপোরেশন এলাকায় তিন হাজার ৩৪০ জন পুরুষ এক হাজার ৬৬৭ জন নারী এক হাজার ৬৭৩ জন।

  • 367
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে