রাজশাহী বিভাগে টিকা নিয়েছেন ২৬ হাজার ৫৮৯ জন

প্রকাশিত: জুলাই ২৭, ২০২১; সময়: ৯:০০ অপরাহ্ণ |
রাজশাহী বিভাগে টিকা নিয়েছেন ২৬ হাজার ৫৮৯ জন

নিজস্ব প্রতিবেদক : রাজশাহী বিভাগে বেড়েছে করোনার টিকা গ্রহণকারীর সংখ্যা। মঙ্গলবার (২৭ জুলাই) বিভাগে টিকা নিয়েছেন ২৬ হাজার ৫৮৯ জন। সোমবার (২৬ জুলাই) টিকা নিয়েছিলেন ২২ হাজার ৮৫৭ জন। ফলে গ্রহণকারীর তালিকায় এক দিনে যুক্ত হয়েছেন অতিরিক্ত ৩ হাজার ৭৩২ জন।

এদিকে, মঙ্গলবার রাজশাহী জেলায় টিকা নিয়েছেন তিন হাজার ১৩৫ জন। এদের মধ্যে পুরুষ ছিলেন এক হাজার ৭০৫ জন। আর নারী ছিলেন এক হাজার ৪৩০ জন।

এছাড়াও চাঁপাইনবাগঞ্জে এক হাজার ৭৮১ জন টিকা গ্রহণ করেন। এর মধ্যে পুরুষ ৭০৬ জন ও নারী এক হাজার ৭৫ জন। নাটোরে তিন হাজার ৬৫৯ জনের মধ্যে পুরুষ এক হাজার ৮৫৫ জন। আর নারী এক হাজার ৮০৪ জন।

নওগাঁ জেলায় তিন হাজার ৮১৯ জন মানুষ করোনার টিকা নিয়েছেন। তাদের মধ্যে পুরুষ দুই হাজার ৬ জন, এবং নারী এক হাজার ৮১৩ জন। পাবনায় ৪ হাজার ৭৫৮ জন টিকা গ্রহণকারীর মধ্যে রয়েছেন, পুরুষ ২ হাজার ৫৫০ জন ও নারী দুই হাজার ২০৮ জন।

বিভাগের সিরাজগঞ্জে দুই হাজার ৫৮৩ জন মানুষ টিকা গ্রহণ করেছেন। যাদের মধ্যে পুরুষ এক হাজার ৪৯৭ জন ও নারী এক হাজার ৮৬ জন। আর বগুড়ায় চার হাজার ৮০৫ জন টিকাগ্রহণকারীর মধ্যে পুরুষ রয়েছেন দুই হাজার ৬১৯ জন, আর নারী দুই হাজার ১৮৬ জন। আর জয়পুরহাট জেলায় টিকাগ্রহণকারীর সংখ্যা দুই হাজার ৪৯। টিকাগ্রহণকারীদের এক হাজার ১১৪ জন পুরুষ ও ৯৩৫ জন নারী।

এছাড়াও রাজশাহী সিটি কপোরেশন এলাকায় ৩ হাজার ২৯০ জন মানুষ করোনার টিকা গ্রহণ করেছেন। এই সংখ্যার এক হাজার ৬৯৫ জন পুরুষ। আর বাকি এক হাজার ৫৯৬ জন নারী টিকা গ্রহণ করেছেন।

  • 8
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে