রাজশাহীতে বিধিনিষেধ না মানায় ৮৪ জনকে জরিমানা

প্রকাশিত: জুলাই ২৬, ২০২১; সময়: ১১:২০ অপরাহ্ণ |
রাজশাহীতে বিধিনিষেধ না মানায় ৮৪ জনকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক : রাজশাহীতে বিধিনিষেধ না মানায় ৮৪ জনকে জরিমানা করা হয়েছে। তাদের কাছ থেকে ৫৫ হাজার ৬০০ টাকা আদায় করা হয়। সোমবার রাজশাহী নগর ও বিভিন্ন উপজেলায় লকডাউনের বিধিনিষেধ ও স্বাস্থ্যবিধি না মানায় ৮৪টি মামলায় এই জরিমানা আদায় করা হয়েছে বলে জানিয়েছেন রাজশাহী জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ কাউছার হামিদ।

তিনি জানান, নগরে মামলা হয়েছে ১১টি। তাদের কাছ থেকে জরিমানা করা হয়েছে ৮ হাজার ৭০০ টাকা। এছাড়া উপজেলা পর্যায়ে এদিন মামলা ও জরিমানা করা হয়েছে। গোদাগাড়ীতে মামলা হয়েছে ১৩টি। এসময় জরিমানা করা হয়েছে ৯ হাজার ২০০ টাকা।

তানোরে ১০টি মামলায় ৮ হাজার ৫০০ টাকা, পুঠিয়ায় ৫টি মামলায় জরিমানা ১ হাজার ৮০০ টাকা, বাগমারায় ১৬ টি মামলায় জরিমানা ৩ হাজার ৫০০ টাকা, পবায় চারটি মামলায় ১ হাজার ১০০ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া চারঘাটে চারটি মমালায় ১ হাজার ৮০০ টাকা জরিমানা ছাড়াও বাঘায় ছয়টি মামলায় ১২০০ টাকা জরিমানা ও দুর্গাপুরে ১৫টি মামলায় ৩ হাজার ২০০ টাকা জরিমানা করা হয়েছে।

  • 263
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে