রাজশাহীতে সংক্রমণ ২২.৫১, নাটোরে ৩৮.৩২%

প্রকাশিত: জুলাই ২৬, ২০২১; সময়: ১০:০৪ অপরাহ্ণ |
রাজশাহীতে সংক্রমণ ২২.৫১, নাটোরে ৩৮.৩২%

নিজস্ব প্রতিবেদক : রাজশাহীতে কমেছে করোনা সংক্রমণের হার। সোমবার দুইটি ল্যাবে রাজশাহী জেলার ৪১৩ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এতে ৯৩ জনের শরীরে করোনাভাইরাস পাওয়া গেছে। শনাক্তের হার ২২ দশমিক ৫১ শতাংশ।

এর আগেন দিন রোববার শনাক্তের হার ছিল ৩০ দশমিক ৭৮ শতাংশ এবং গত শনিবার ছিল ৪৫ দশমিক শূন্য ৭ শতাংশ।

এছাড়াও রাজশাহী মেডিকেল কলেজ ল্যাবে নাটোরের আরও ২৭৪ জনের নমুনা পরীক্ষা করা হয়। এতে ১০৫ জনের শরীরে করোনাভাইরাস পাওয়া গেছে। শনাক্তের হার ৩৮ দশমিক ৩২ শতাংশ।

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে একদিনে করোনা আক্রান্ত আরও আটজনের মৃত্যু হয়েছে। একই সময় করোনা উপসর্গ নিয়ে মারা গেছে আরও নয়জন। রোববার সকাল ৬টা থেকে সোমবার সকাল ৬টার মধ্যে বিভিন্ন সময় করোনা ইউনিটে এই ১৭ জনের মৃত্যু হয়।

রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, গত ২৪ ঘন্টায় মারা যাওয়াদের মধ্যে রাজশাহীর ১২ জন, চাঁপাইনবাবগঞ্জের একজন, নাটোরের দুইজন, নওগাঁর একজন ও কুষ্টিয়ার একজন। এদের মধ্যে ১১ জন পুরুষ এবং ছয়জন নারী।

  • 392
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে