মোহনপুরে মাদক প্রতিরোধে কমিটি গঠন

প্রকাশিত: জুলাই ২৩, ২০২১; সময়: ৮:৫৮ অপরাহ্ণ |
মোহনপুরে মাদক প্রতিরোধে কমিটি গঠন
নিজস্ব  প্রতিবেদক : বর্তমানে বাংলাদেশসহ সারা বিশ্বে করোনা পরিস্থিতি ভয়াবহরুপ ধারণ করার কারণে আদালতের কার্যক্রম সীমিত রয়েছে। সেই সঙ্গে করোনা প্রতিরোধ করতে সম্মুখসারীর যোদ্ধা পুলিশও অনেকটা ব্যাস্ত হয়ে পড়েছে করোনা পরিস্থিতি  মোকাবেলায়। করোনা পরিস্থিতির সুযোগ নিয়ে বিভিন্ন এলাকার মাদক ব্যবসায়ীরা চাঙ্গা হয়ে উঠেছে। তাদের অত্যাচারে উপজেলার মৌগাছি ইউপির বাটুপাড়া গ্রামের নিরীহ মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছে।
সে কারণে হটাও মাদক, বাঁচাও দেশ, শেখ হাসিনার নির্দেশ, স্লোগানে মৌগাছি ইউনিয়ন  বিট পুলিশের নেতৃত্বে এলাকাবাসি ও পুলিশ  সম্মিলিতভাবে মাদক প্রতিরোধ করতে এবং মাদকের ছোবল থেকে এলাকাকে বাঁচাতে মাদক প্রতিরোধ কমিটি গঠণ করা হয়েছে। শুক্রবার বাটুপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বিকাল সাড়ে ৫ টায় দিকে মৌগাছি ইউনিয়ন বিট পুলিশের আয়োজনে স্বাস্থ্যবিধি মেনে এলাকার গন্যমান্য ব্যক্তি আমিনুল ইসলাম আসাদের নেতৃত্বে জামাল হোসেন, এরসাদ আলী, ইসলামুল হক, আয়ূব আলী, জালাল হোসেন, রুবেল মাদকের হাত থেকে তরুণ সমাজকে রক্ষায় একটি মাদক বিরোধী ও প্রতিরোধ কমিটি গঠন করা হয়েছে।
মাদক বিরোধী ও প্রতিরোধ কমিটি গঠন সভায় উপস্থিত ছিলেন মোহনপুর থানা কর্মকর্তা (তদন্ত) ওসি তৌহিদুর রহমান, বিট পুলিশের অফিসার এসএআই আমজাদ হোসেন, এসআই ইব্রাহিম খলিলুল্লাহ, এএসআই শ্রী পলাশ চন্দ্র, এএসআই আনারুল, ১নং ওয়ার্ড সদস্য বদিউজ্জামানসহ এলাকাবাসী।
এলাকাবাসির মধ্যে সচেতনতা তৈরীতে তদন্ত ওসি তৌহিদুর রহমান জাতীয় হেল্প ডেস্ক ৯৯৯, বাচ্চাদের মোবাইল ব্যবহারে সতর্কতা, মাদক ব্যবসা ও অপরাধ সংক্রান্ত তথ্য বিট পুলিশিকে অবহিত করণসহ নানাবিধ পুলিশী সেবা সম্পর্কে আলোচনা করেন।
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে