রাজশাহী বিভাগে করোনায় আরও ৮ মৃত্যু, শনাক্ত ৪০২

প্রকাশিত: জুলাই ২১, ২০২১; সময়: ১০:৪৮ অপরাহ্ণ |

নিজস্ব প্রতিবেদক : রাজশাহী বিভাগে বুধবার সকাল আটটা পর্যন্ত ২৪ ঘণ্টায় করোনায় আটজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে বগুড়ায় সাতজন ও সিরাজগঞ্জে একজন মারা গেছেন। আগের দিন মৃত্যু হয়েছিল নয়জনের। এ নিয়ে বিভাগে করোনায় মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ১৯১।

বিভাগে গত ২৪ ঘণ্টায় ২ হাজার ১৪৩ জনের নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে ৪০২ জনের। শনাক্ত ১৮ দশমিক ৭৫ শতাংশ। আগের ২৪ ঘণ্টায় ৪ হাজার ৪৩০ জনের নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছিল ৯৩৩ জনের। পরীক্ষা অনুপাতে শনাক্ত ছিল ২১ দশমিক শূন্য ৬ শতাংশ। নতুন ৪০২ জন নিয়ে বিভাগে মোট করোনা শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৭৬ হাজার ৪২৩।

বুধবার রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক নাজমা আক্তার স্বাক্ষরিত প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। ২৪ ঘণ্টায় শনাক্ত রোগীদের মধ্যে সর্বোচ্চ করোনা শনাক্ত হয়েছে সিরাজগঞ্জে ১৩৪ জনের। এ ছাড়া বগুড়ায় ৯৫ জন, রাজশাহীতে ৮০, নওগাঁয় ৩২, পাবনায় ২৬, চাঁপাইনবাবগঞ্জে ২১, জয়পুরহাটে ৯ ও নাটোরে ৫ জনের করোনা শনাক্ত হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, নতুন আটজনের মৃত্যু নিয়ে বিভাগে করোনায় মোট মৃত্যু হলো ১ হাজার ১৯১ জনের। বিভাগে সর্বোচ্চ ৫১১ জনের মৃত্যু হয়েছে বগুড়া জেলায়। দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যু হয়েছে রাজশাহী জেলায় ২১৩ জনের। এ ছাড়া চাঁপাইনবাবগঞ্জে ১৩১ জন, নওগাঁয় ১১৪, নাটোরে ৯৭, জয়পুরহাটে ৪৬, সিরাজগঞ্জে ৪৭ এবং পাবনায় ৩২ জনের মৃত্যু হয়েছে করোনায়।

গত বছরের ২৬ এপ্রিল রাজশাহী বিভাগে প্রথম করোনা রোগী মারা যান। করোনায় এ পর্যন্ত মোট মৃত্যুর মধ্যে গত বছর বিভাগে মারা যান ৩৬৬ জন। আর এ বছর এখন পর্যন্ত মারা গেছেন ৮২৫ জন। এর মধ্যে গত জুন মাসেই মারা গেছেন ৩২৬ জন। আর জুলাই মাসে এ পর্যন্ত মারা গেছেন ৩১৮ জন।

  • 193
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে