রাজশাহীতে ফের বেড়েছে সংক্রমণ

প্রকাশিত: জুন ২৩, ২০২১; সময়: ৯:৩০ অপরাহ্ণ |
রাজশাহীতে ফের বেড়েছে সংক্রমণ

নিজস্ব প্রতিবেদক : টানা চারদিন কমার পর রাজশাহীতে ফের সামান্য বেড়েছে করোনা সংক্রমণ। বুধবার দুইটি ল্যাবে রাজশাহীর ৩৮০ নমুনা পরীক্ষা করে ১২৯ জনের শরীরে করোনাভাইরাস পাওয়া গেছে।

যা আগের দিনের চেয়ে দশমিক ৯০ শতাংশ বেড়ে করোনা শনাক্তের হার ৩৩ দশমিক ৯৫ শতাংশ। যা আগের দিন মঙ্গলবার ছিল ৩৩ দশমিক ০৫ শতাংশ। এর আগে সোমবার ছিল ৩৩ দশমিক ৫১ শতাংশ।

ল্যাব সূত্রে জানা গেছে, বুধবার রাজশাহী মেডিকেল কলেজ ও হাসপাতাল পৃথক ল্যাবে ৬৫৪ জনের নমুনা পরীক্ষা হয়েছে। এর মধ্যে করোনা পজেটিভ এসেছে ১৮৮ জনের।

রাজশাহী ছাড়াও চাঁপাইনবাবগঞ্জে ৯১ নমুনা পরীক্ষা করে ৯ জনের শরীরে করোনাভাইরাস পাওয়া যায়। আর নওগাঁর ১৮৩ নমুনার মধ্যে পজেটিভ এসেছে ৫০ জনের। এছাড়াও বিদেশগামী তিনজনের নমুনা পরীক্ষা করে নেগেটিভ আসা জানা গেছে।

গত ঈদের পর থেকে করোনা সংক্রমণ ও মৃত্যু বেড়ে যাওয়ায় গত ১১ জুন থেকে রাজশাহী শহরে লকডাউন ঘোষণা করা হয়। যা শেষ হওয়ার কথা ছিল ২৪ জুন রাত ১২টায়। কিন্তু সংক্রমণ ও মৃত্যু না কমায় লকডাউন আরও সাতদিন বাড়িয়ে ৩০ জুন পর্যন্ত করা হয়েছে। বুধবার বিকেলে জেলা প্রশাসক লকডাউন বাড়ানোর ঘোষণা দেন।

এদিকে, বুধবার সকাল পর্যন্ত ২৪ ঘন্টায় রাজশাহী হাসপাতালের করোনা ইউনিটে ১৬ এবং রাজশাহী বিভাগের আট জেলায় ১৮ জনের মৃত্যু হয়। এর মধ্য রাজশাহীর আটজন।

  • 168
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে