রাজশাহীতে আমরা নতুন প্রজন্ম সহায়তায় চিকিৎসা পেলেন বৃদ্ধা নারী

প্রকাশিত: জুন ২৩, ২০২১; সময়: ৬:১৮ অপরাহ্ণ |
রাজশাহীতে আমরা নতুন প্রজন্ম সহায়তায় চিকিৎসা পেলেন বৃদ্ধা নারী

নিজস্ব প্রতিবেদক : রাজশাহী মহানগরীর কোর্ট স্টেশন মোড়ে অজ্ঞাত এক বৃদ্ধা নারীকে আহত অবস্থায় পড়ে থাকতে দেখে সামাজিক ও সেবা মূলক সংগঠন আমরা নতুন প্রজন্মেম সহায়তায় তাকে রামেক হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা করে দিলেন আমরা নতুন প্রজন্ম সংগঠনের সদস্যরা। গত মঙ্গলবার গভীর রাতে এ ঘটনা ঘটে।

আমরা নতুন প্রজন্ম সংগঠনের সদস সচিব জাহাঙ্গীর হোসেন কনক জানান, গতকাল মঙ্গলবার রাত আনুমানিক সময় ১.৪৫ মিনিটের দিকে হটাৎ অপরিচিত এক অসহাই বৃদ্ধা মহিলাকে রাজশাহী কোর্ট স্টেশন সিটি বাইপাস রাস্তার পাসে পোড়ে থাকতে দেখে সামাজিক সংগঠন আমরা নতুন প্রজন্মের এক সদস্য ন্যাশনাল ইমারজেন্সি সার্ভিস ৯৯৯ নম্বরে ফোন দিয়ে প্রশাসনকে অবগত করেন। কিছু ক্ষন পরে কাশিয়াডাঙ্গা থানা পুলিশের সহায়তায় নতুন প্রজন্মের সদস্য বৃন্দ ঐ অসহায় বৃদ্ধ মহিলাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করেন।

আহত বৃদ্ধা নারী বর্তমানে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ০৮ নং ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় ভর্তি আছেন।

সামাজিক সংগঠন আমরা নতুন প্রজন্ম সবসময় এভাবেই অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে মানোবিক কাজ গুলো করে যেতে চাই বলে জানান তিনি।

এ ঘটনায় কাশিয়াডাঙ্গা থানা ওসি মাসুদ পারভেজ জানান, আমরা নতুন প্রজন্ম সংগঠনের এক সদস্য ৯৯৯ ফোন করে বৃদ্ধা নারীর বিষয়টি জানান। পরে থানা পুলিশের একটি টিম গিয়ে তাকে রামেক হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়। তবে ওই নারীর নাম ঠিকানা জানা যায়নি বলে জানান ওসি।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে