রাজশাহীতে টানা চারদিন ধরে কমছে শনাক্তের হার

প্রকাশিত: জুন ২২, ২০২১; সময়: ১১:১০ অপরাহ্ণ |
রাজশাহীতে টানা চারদিন ধরে কমছে শনাক্তের হার

নিজস্ব প্রতিবেদক : হাসপাতালের করোনা ইউনিটে মৃত্যু না কমলেও রাজশাহীতে টানা চতুর্থ দিনের মতো কমেছে করোনার সংক্রমণ। মঙ্গলবার দুইটি ল্যাবে রাজশাহীর ৪৫৭ নমুনা পরীক্ষা করে ১৫১ জনের শরীরে করোনাভাইরাস পাওয়া গেছে। যা আগের দিনের চেয়ে দশমিক ৪৬ শতাংশ কমে করোনা শনাক্তের হার ৩৩ দশমিক ০৫ শতাংশ।

এর আগের দিন সোমবার ছিল ৩৩ দশমিক ৫১ শতাংশ। এছাড়াও গত রোববার রাজশাহীতে করোনা শনাক্তের হার ছিল ৪৩ দশমিক ১৯ শতাংশ এবং শনিবার ৪৬ দশমিক ৯৯ শতাংশ।

ল্যাব সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাজশাহী মেডিকেল কলেজ ও হাসপাতাল ল্যাবে ৫৫৪ জনের নমুনা পরীক্ষা হয়েছে। এর মধ্যে করোনা পজেটিভ এসেছে ১৭৬ জনের।

রাজশাহী ছাড়াও চাঁপাইনবাবগঞ্জে ৬৭ জনের নমুনা পরীক্ষা করে ২৫ জনের শরীরে করোনাভাইরাস পাওয়া যায়। শনাক্তের হার ২৫ দশমিক ৭৮ শতাংশ। এছাড়াও বিদেশগামী দুইজনের নমুনা পরীক্ষা করে নেগেটিভ এসেছে।

করোনা সংক্রমণ ও মৃত্যু বেড়ে যাওয়ায় গত ১১ জুন থেকে রাজশাহী শহরে লকডাউন ঘোষণা করা হয়। শেষ হবে আগামী ২৪ জুন রাত ১২টায়। তবে লকডাউন আরও বাড়বে কিনা তা জানা যাবে বুধবার রাতে।

গত ২৪ ঘণ্টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের কোভিড ইউনিটে আরও ১৩ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে রাজশাহীর ১২ জন ও নাটোরের একজন রয়েছেন। এ নিয়ে চলতি মাসে এ হাসপাতালের কোভিড ইউনিটে ২২৯ জনের মৃত্যু হয়েছে। গড়ে প্রতিদিন ১০ জনের বেশী মারা গেছে।

  • 746
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে