পদ্মায় পানি বেড়েছে ২২৯ সেন্টিমিটার

প্রকাশিত: জুন ২২, ২০২১; সময়: ১০:৫৩ পূর্বাহ্ণ |
পদ্মায় পানি বেড়েছে ২২৯ সেন্টিমিটার

নিজস্ব প্রতিবেদক : সপ্তাজুড়ে রাজশাহীতে বৃষ্টি হয়েছে। কখনও গুড়ি গুড়ি, কখনও বা মুষলধারে। বৃষ্টিপাত ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে বাড়ছে পদ্মার পানি। সংশ্লিষ্টরা বলছেন- এখন বর্ষা মৌসুম। পদ্মায় পানি বাড়াটা স্বাভাবিক বিষয়।
রাজশাহী আবহাওয়া অফিস বলছেন- সাত দিনে রাজশাহীতে বৃষ্টিতে হয়েছে ১৩২ দশমিক ১ মিলিমিটার। একই সময়ে পদ্মায় পানি বেড়েছে ২২৯ সেন্টিমিটার।

রাজশাহী আবহাওয়া অফিসের সিনিয়র পর্যবেক্ষক লতিফা হেলেন জানান- সর্বশেষ সোমবার (২১ জুন) রাজশাহীতে ৩৪ দশমিক ৪ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।

রাজশাহী পানি উন্নয়ন বোর্ডের গেজ রিডার (পানি পরিমাপক) এনামূল হক জানান- চলতি বছরের মে মাসের শেষে দিকে অর্থাৎ ২৮ থেকে ৩১ মে পানি বেড়েছিলো। এসময় পদ্মায় সর্বোচ্চ পানি ছিলো ১২ দশমিক ১২ সেন্টিমিটার। চার জুনের পর তা পানি কমতে থাকে। ১৬ জুন পর্যন্ত অব্যাহত থাকে। ১৭ জুন থেকে ফের পদ্মায় পানি বাড়তে থাকে।
তিনি আরো জানান- মঙ্গলবার (১৫ জুন) পদ্মায় পানি ছিলো ১১ দশমিক ১৬ সেন্টিমিটার, বুধবার (১৬ জুন) দশমিক ৫ সেন্টিমিটার কমে দাঁড়ায় ১১ দশমিক ১১ সেন্টিমিটার। এর পর থেকে বাড়তে থামে পদ্মার পানি। বৃহস্পতিবার (১৭ জুন) ছিলো ১১ দশমিক ২৪ সেন্টিমিটার, শুক্রবার (১৮ জুন) ১১ দশমিক ৩৯ সেন্টিমিটার। শনিবার (১৯ জুন) ছিলো ১১ দশমিক ৬৩ সেন্টিমিটার। রোববার (২০ জুন) ১২ দশমিক ৫৬ সেন্টিমিটার এবং সর্বোচ্চ ২১ জুন পদ্মায় পানি ছিলো ১৩ দমমিক ৩৬ সেন্টিমিটার।

  • 176
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে