রাজশাহীর গোদাগাড়ীতে জেলার সর্বাধিক প্রধানমন্ত্রীর উপহার পেলেন ৪০৩ পরিবার

প্রকাশিত: জুন ২০, ২০২১; সময়: ৭:৩০ অপরাহ্ণ |
রাজশাহীর গোদাগাড়ীতে জেলার সর্বাধিক প্রধানমন্ত্রীর উপহার পেলেন ৪০৩ পরিবার

নিজস্ব প্রতিবেদক : ‘বাংলাদেশের একজন মানুষও গৃহহীন থাকবে না’ মুজিব শতবর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী ২য় পর্যায়ে ভূমিহীন ও গৃহহীন (ঘরহীন) পরিবারকে জমি ও গৃহ (ঘর) প্রদান করা হয়েছে। রোববার ভার্চ্যুয়ালী প্রধানমন্ত্রী শেখ হাসিনা গৃহহীনদের ঘর প্রদানের এই কর্মসূচির উদ্বোধন করেছেন।

এবারে রাজশাহী জেলার মধ্যে সর্বোচ্চ সংখ্যার বাড়ি পেয়েছেন গোদাগাড়ী উপজেলার গৃহহীন পরিবার। এই উপজেলাতে বাড়ি পেয়েছেন ৪০৩টি পরিবার। সাত কোটি ৬৫ লাখ ৭০ হাজার টাকা ব্যয়ে এই বাড়িগুলো নির্মাণ করা হয়েছে। উপজেলার ভিক্ষুক, প্রতিবন্ধী, বিধবা, স্বামীপরিত্যাক্তা, আদিবাসী, ষাটোর্ধ্বপ্রবীণ ব্যক্তিগণকে অগ্রাধিকার ভিত্তিতে জমি ও গৃহ (ঘর) প্রধান করা হয়।

মুজিব শতবর্ষে ভূমিহীন ও গৃহহীন পরিবার পুনর্বাসনে চলতি ২০২০-২১ অর্থ বছরে ২য় পর্যায়ে গ্রামীন অবকাঠামো রক্ষণাবেক্ষণ(টিআর) কর্মসূচি আওতায় গোদাগাড়ী উপজেলায় জমি ও গৃহ প্রদান কার্যক্রম এর উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার জানে আলম।

গোদাগাড়ী উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রকল্প বাস্তবায়ন অফিসার প্রকৌশলী আবু বাশিরের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা সহকারি কমিশনার ভূমি মোসা. তাসমিনা খাতুন, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আব্দুর রশিদ, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আব্দুল মালেক ও সফিয়া খাতুন মিলি, গোদাগাড়ী প্রেসক্লাবের সভাপতি আলমগীর কবির তোতা।

এ সময় উপস্থিত ছিলেন মাটিকাটা ইউপি চেয়ারম্যান শহিদুল করিম শিবলী, গোগ্রাম ইউপি চেয়ারম্যান মজিবর রহমান, গোদাগাড়ী ইউপি চেয়ারম্যান রুহুল আমিন, বাসুদেবপুর ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমানসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও উপকারভোগিগণ।

  • 267
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে