তানোরে ঘর পেল ১০৫ গৃহহীন পরিবার

প্রকাশিত: জুন ২০, ২০২১; সময়: ৬:৩৫ অপরাহ্ণ |
তানোরে ঘর পেল ১০৫ গৃহহীন পরিবার

নিজস্ব প্রতিবেদক, তানোর : রাজশাহীর তানোরে মুজিববর্ষে প্রধানমন্ত্রীর উপহারের ঘর পেল ১০৫ গৃহহীন পরিবার। রোববার সকাল ১০টায় তানোর উপজেলা পরিষদ অডিটরিয়ামে গৃহহীনদের ঘর প্রদান উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী জেলা প্রশাসক (ডিসি) আব্দুল জলিল। তিনি উপকারভোগী গৃহহীনদের হাতে জমির দলিল ও ঘরের চাবি তুলে দেন।

তানোর উপজেলা নির্বাহী অফিসার পংকজ চন্দ্র দেবনাথের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) নজরুল ইসলাম, রাজশাহী জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আমিনুল হক। তানোর উপজেলা পরিষদ চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না, ভাইস চেয়ারম্যান আবু বাক্কার, নারী ভাইস চেয়ারম্যান সোনিয়া সরদার, তানোর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) প্রকৌশলী তারিকুল ইসলাম, তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসান, তানোর পৌর মেয়র ইমরুল হক, মুন্ডমালা পৌর মেয়র সাইদুর রহমান।

এসময় উপস্থিত ছিলেন, তানোর উপজেলা প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুন, তানোর উপজেলা স্বাস্থ্য ও পরিবার কর্মকর্তা (টিএইচও) বার্নাবাস হাসদাক, তানোর সাব রেজিস্টার রওশন আরাসহ ৭টি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীসহ স্থানীয় সাংবাদিকরা।

এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে সারাদেশে নির্মিত ২য় পর্যায়ের ৫৩ হাজার ৩৪০টি ঘর প্রদান অনুষ্ঠানের উদ্বোধন করেন।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে