রাজশাহীতে একদিনে সংক্রমণ বাড়ল ১৬.৯৩%

প্রকাশিত: জুন ১৯, ২০২১; সময়: ১১:০৭ অপরাহ্ণ |
রাজশাহীতে একদিনে সংক্রমণ বাড়ল ১৬.৯৩%

নিজস্ব প্রতিবেদক : রাজশাহীতে ফের বেড়েছে করোনাভাইরাসের সংক্রমণ। শনিবার দুইটি ল্যাবে রাজশাহীর ৪১৫ জনের নমুনা পরীক্ষা করে ১৯৫ জনের শরীরে করোনাভাইরাস পাওয়া গেছে।

রাতে প্রকাশিত নমুনা পরীক্ষার ফলাফলে দেখা গেছে, আগের দিনের চেয়ে ১৬ দশমিক ৯৩ শতাংশ বেড়ে করোনা শনাক্তের হার হয়েছে ৪৬ দশমিক ৯৯ শতাংশ। যা আগের দিন শুক্রবার ছিল ৩০ দশমিক ০৬ শতাংশ। এর আগের দিন বৃহস্পতিবার ৪৩ দশমিক ৮৭ শতাংশ, গত বুধবার ৪১ দশমিক ৫০ শতাংশ এবং মঙ্গলবার ছিল ৪৩ দশমিক ৪৪ শতাংশ।

ল্যাব সূত্রে জানা গেছে, শনিবার রাজশাহী মেডিকেল কলেজ ও হাসপাতাল ল্যাবে ৬৫২ জনের নমুনা পরীক্ষা হয়েছে। এর মধ্যে করোনা পজেটিভ এসেছে ২৮০ জনের।

রাজশাহী ছাড়াও নওগাঁর ৩৭ জনের নমুনা পরীক্ষা করে ২২ জনের শরীরে করোনাভাইরাস পাওয়া যায়। যা শনাক্তের হার ৫৯ দশমিক ৪৬ শতাংশ। এছাড়াও চাঁপাইনবাবগঞ্জের ২০০ জনের নমুনা পরীক্ষায় ৬৩ জনের পজেটিভ আসে। এখানে শনাক্তের হার ৩১ দশমিক ৫০ শতাংশ। এ ছাড়াও বিদেশগামী ছয়জনের নমুনা পরীক্ষা করে দুইজনের পজেটিভ এসেছে।

  • 269
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে