বাঘায় ঘর পাচ্ছে ৩৫ ভূমিহীন পরিবার

প্রকাশিত: জুন ১৯, ২০২১; সময়: ৮:৫৫ অপরাহ্ণ |
বাঘায় ঘর পাচ্ছে ৩৫ ভূমিহীন পরিবার

নিজস্ব প্রতিবেদক, বাঘা : মুজিববর্ষ উপলক্ষে ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার’ হিসেবে আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় বাঘা উপজেলায় ৩৫টি ঘর ভূমিহীন-গৃহহীন পরিবারকে পাকা ঘর দেওয়া হচ্ছে। আগামীকাল রোববার জমির কাগজপত্রসহ ওইসব পরিবারকে ঘর বুঝিয়ে দেওয়া হবে।

উপজেলা নির্বাহি অফিসার পাপিয়া সুলতানা জানান, ‘মুজিববর্ষে বাংলাদেশের একজন মানুষও গৃহহীন থাকবে না’- প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই স্বপ্ন বাস্তবায়নে দ্বিতীয় পর্যায়ের গৃহ ও ভূমিহীনদের নিকট হস্তান্তর করা হবে। সকাল সাড়ে ১০টায় ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে সারাদেশে দ্বিতীয় পর্যায়ের গৃহ হস্তান্তর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উদ্বোধনের পর উপজেলার ৩৫টি ঘর ভূমিহীনদের মধ্যে হস্তান্তর করা হবে।

  • 196
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে