আরএমপির অক্সিজেন ব্যাংকে ব্যবসায়ীর ৫০ সিলিন্ডার

প্রকাশিত: জুন ১৭, ২০২১; সময়: ১১:০০ অপরাহ্ণ |
আরএমপির অক্সিজেন ব্যাংকে ব্যবসায়ীর ৫০ সিলিন্ডার

নিজস্ব প্রতিবেদক : রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) ‘পুলিশ কোভিড অক্সিজেন ব্যাংক’ এ ৫০টি অক্সিজেন সিলিন্ডার দিয়েছেন একজন আওয়ামী লীগ নেতা। তার নাম শামসুজ্জামান আওয়াল।

তিনি রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাবেক কোষাধ্যক্ষ। বর্তমানে তিনি ব্যবসায়ীদের সংগঠন এফবিসিসিআইয়ের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। বৃহস্পতিবার দুপুরে আরএমপি কমিশনার আবু কালাম সিদ্দিকের কাছে সিলিন্ডারগুলো হস্তান্তর করেন তিনি।

এর আগে গত ১৫ জুন পুলিশ কোভিড অক্সিজেন ব্যাংক চালু করেন আরএমপি কমিশনার আবু কালাম সিদ্দিক। সেদিন ৫০টি সিলিন্ডার দিয়ে এই অক্সিজেন ব্যাংক গঠন করা হয়। এখন সেখানে সিলিন্ডারের সংখ্যা ১০০ তে দাঁড়াল।

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে শ্বাসকষ্টে কেউ ভুগছেন এমন সংবাদ আরএমপির কন্ট্রোল রুমের ০১৩২০-০৬৩৯৯৮ নম্বরের মোবাইলে জানালে আরএমিপর পক্ষ থেকেই রোগীর বাড়িতে গিয়ে অক্সিজেন সিলিন্ডার পৌঁছে দেয়া হবে।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে