মোহনপুরে ছাত্রলীগের বৃক্ষরোপণ

প্রকাশিত: জুন ১৭, ২০২১; সময়: ১০:২০ অপরাহ্ণ |
মোহনপুরে ছাত্রলীগের বৃক্ষরোপণ

নিজস্ব প্রতিবেদক : মুজিব আদর্শে যারা বিশ্বাস করেন তাদের প্রত্যেককে তিনটি করে গাছ লাগানোর আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে সবার প্রতি এই আহ্বান জানাই আমি। গত মঙ্গলবার (১৫ জুন) সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে বাংলাদেশ কৃষকলীগ আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনকালে এ আহ্বান জানান প্রধানমন্ত্রী।

শেখ হাসিনা বলেন, সবাই ৩টি করে গাছ লাগান একটি হচ্ছে বনজ, একটা ফলদ ও একটা ভেষজ। কারণ গাছ আপনাদের আর্থিকভাবে মূল্য দেবে, পরিবেশ রক্ষা হবে এবং সেইসঙ্গে পুষ্টির জোগানও দেবে। বাংলাদেশে বনভূমির পরিমাণ বৃদ্ধি পেয়েছে জানিয়ে শেখ হাসিনা বলেন, বাংলাদেশে যেখানে আমি ১৯৯৬ সালে দেখেছিলাম মাত্র ৭ শতাংশ বনায়ন ছিল। আজ ২২ শতাংশে উন্নীত হয়েছে। আর তাছাড়া সারাদেশে সামাজিক বনায়ন থেকে শুরু করে মানুষের ঘরে ঘরে বাগান তৈরিতে আমরা কাজ করে যাচ্ছি।

তারই ধারাবাহিকতায় মোহনপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃআব্দুর রাজ্জাকের নেতৃত্বে রায়ঘাটি ইউনিয়নের বড়াইল উচ্চ বিদ্যালয় সহ রাজশাহী টু নওগাঁ মহাসড়কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেন।

বৃক্ষরোপণ কর্মসূচীতে উপস্থিত ছিলেন কেশরহাট পৌরসভা ছাত্রলীগের সভাপতি মোঃমমিনুল ইসলাম জীবন, রায়ঘাটি ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মোঃ রানা হোসাইন, সাধারণ সম্পাদক মোঃ মোস্তাক আহামেদ নাহিদসহ রায়ঘাটি ইউনিয়ন ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। কর্মসূচিতে ভেষজ বনজ ও ঔষধীসহ বিভিন্ন প্রজাতির গাছ লাগানো হয়।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে