ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল রাজশাহীর রাজনৈতিক ফেলোদের সাংগঠনিক কার্যক্রম

প্রকাশিত: জুন ১৭, ২০২১; সময়: ২:৫৮ অপরাহ্ণ |
ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল রাজশাহীর রাজনৈতিক ফেলোদের সাংগঠনিক কার্যক্রম

নিজস্ব প্রতিবেদক : ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের রাজশাহীর রাজনৈতিক ফেলোদের সাংগঠনিক কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। নেতৃবৃন্দ জানান, করোনা সংক্রমণ বৃদ্ধির কারণে রাজশাহী বিভাগে প্রয়োজনীয় পর্যাপ্ত অক্সিজেন ও বিনামূল্যে ঔষধ সরবরাহ বৃদ্ধির জন্য বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) রাজশাহী বিভাগ বরাবর আবেদন করেছেন।

এ সময় নগর ছাত্রলীগের সাবেক দপ্তর সম্পাদক ফজলে রাব্বী, রাজশাহী জেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি শাহরিয়ার আমিন বিপুল ও বাংলাদেশ ছাত্রসমাজ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আহবায়ক জাকারিয়া ইসলাম তনু ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের রাজনৈতিক ফেলোবৃন্দ হিসেবে আবেদন জানিয়েছেন।

আবেদনের অনুলিপি জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট, রাজশাহী জেলা প্রশাসক কার্যালয়, রাজশাহী এবং সিভিল সার্জন, সিভিল সার্জন কার্যালয়, রাজশাহী এর নিকট প্রেরণ করেন। তারা আশাবাদী তাদের এই আবেদনের প্রেক্ষিতে যথাপোযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

  • 261
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে