বাগমারায় মাড়িয়া ইউনিয়নে পাঁচশ জন হতদরিদ্র পেলো প্রধান মন্ত্রীর অনুদান

প্রকাশিত: জুন ১৬, ২০২১; সময়: ৫:১০ অপরাহ্ণ |
বাগমারায় মাড়িয়া ইউনিয়নে পাঁচশ জন হতদরিদ্র পেলো প্রধান মন্ত্রীর অনুদান

জ্যেষ্ঠ প্রতিবেদক, বাগমারা: করোনা মোকাবিলায় অসহায় ও হতদরিদ্রদের সহযোগীতার জন্য গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধান মন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে রাজশাহীর বাগমারা উপজেলার মাড়িয়া ইউনিয়নের পাঁচশ জনের মধ্যে ৫০০ টাকা করে প্রদান করা হয়েছে।

বুধবার সকাল থেকে মাড়িয়া ইউনিয়নের নিজস্ব কার্যালয়ে প্রতিটি ওয়ার্ডের হতদরিদ্রদের মাঝে প্রধান মন্ত্রীর উপহারের টাকা গুলো বিতরন করা হয়।

হতদরিদ্রদের মাঝে নগদ অর্থ বিতরনের সময় উপস্থিত ছিলেন, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মাড়িয়া ইউনিয়ন আ’লীগের সভাপতি আসলাম আলী আসকান, ট্যাগ অফিসার হিসেবে উপস্থিত ছিলেন, সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রবিউল ইসলাম, স্থানীয় সংসদ সদস্যের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন, ইউনিয়ন আ’লীগের সাধারন সম্পাদক সামসুল আলম, ইউপি সদস্য নুর মোহাম্মদ, আব্দুস সামাদ, আব্দুস সালাম, হাফিজুর হরমান, মোয়াজ্জেম হোসেন, ইউনিয়ন পরিষদের সহকারী হিসাব রক্ষক রাফিউর ইসলাম রাফি প্রমুখ। অনুষ্ঠানে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের ৫০০ হতদরিদ্রদের মাঝে ২ লক্ষ ৫০ হাজার টাকা বিতরন করা হয়।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে