চারঘাটে কলেজ ছাত্র সীমান্ত হত্যা মামলার তিন আসামী গ্রেপ্তার

প্রকাশিত: জুন ১৬, ২০২১; সময়: ৪:০৮ অপরাহ্ণ |
চারঘাটে কলেজ ছাত্র সীমান্ত হত্যা মামলার তিন আসামী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, চারঘাট : রাজশাহীর চারঘাটে কলেজ ছাত্র সীমান্ত হত্যা মামলার আসামী ৩ জনকে গ্রেপ্তার করেছে নৌ পুলিশ। গ্রেপ্তারকৃত হলো চারঘাটের থানাপাড়া গ্রামের জাকির হোসেনের ছেলে ফরাদ আলী (১৬), মোশারফের ছেলে সাব্বির হোসেন (১৯) ও সাজ্জাদ এর ছেলে সজল (১৮) ।

চারঘাট নৌ পুলিশ ফাঁড়ির ইনর্চাজ মনিরুল ইসলাম জানায় ১৮ মে মঙ্গলবার সহপাটীদের সাথে দুপুরে পদ্মা নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ হন উপজেলার থানাপাড়া গ্রামের মাসুদ রানার ছেলে সীমান্ত। পরের দিন কলেজ ছাত্র সীমান্ত এর লাশ উদ্ধার করে ময়না তদন্ত করার জন্য রামেক হাসপাতালে প্রেরণ করেন নৌপুলিশ।

তাৎক্ষনিকভাবে চারঘাট মডেল থানায় ইউডি মামলা হলেও কলেজ ছাত্র সীমান্তকে নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয়। আদৌও কলেজ ছাত্র ডুবে মারা গেছে না-কি হত্যা করা হয়েছে। এদিকে সীমান্ত ময়না তদন্তের প্রাথমিক রিপোট পুলিশের হাতে পৌছালে নৌ পুলিশ জানতে পারে তাকে হত্যা করা হয়েছে।

নিহতের পিতা মাসুদ রানা বাদী হয়ে চারঘাট মডেল থানায় এজাহার নামীয় তিনজনের নাম উল্লেখ করে আরো ৬/৭ জনের অজ্ঞাতনামা একটি হত্যা মামলা দায়ের করে। উক্ত মামলা প্রেক্ষিতে নৌ পুলিশ ফাঁড়ির ইনর্চাজ বুধবার সকালে এলাকায় অভিযান চালিয়ে ৩ জন আসামীকে গ্রেফতার করে।

এব্যাপারে নৌপুলিশ ফাঁড়ির ইনর্চাজ মনিরুল ইসলাম বলেন, আসামীদের ৭ দিনের রিমান্ড চেয়ে বিজ্ঞ আদালতে আবেদন করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। তিনি বলেন মামলাটি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে