পহেলা আষাঢ়ে নগরে বৃষ্টি

প্রকাশিত: জুন ১৬, ২০২১; সময়: ১০:২৫ পূর্বাহ্ণ |
পহেলা আষাঢ়ে নগরে বৃষ্টি

নিজস্ব প্রতিবেদক : কথা রেখেছে আষাঢ়। বর্ষার শুরুর মাসটির প্রথম দিনই রাজশাহীতে ঝরেছে বৃষ্টি। সকালে গুড়ি গুড়ি বৃষ্টি ঝরলেও দুপুরে ও সন্ধ্যায় মুষলধারে বৃষ্টিপাত হয়। মঙ্গলবার (১৫ জুন) রাজশাহী নগরে কয়েক দফায় ৮ দশমিক ৬ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।

আবহাওয়া অফিস বলছেন- আকাশে মেঘ আছে রাতের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এবং উপকূলীয় এলাকায় লঘুচাপ বিরাজ করছে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর এবং বাংলাদেশের উপকূলীয় এলাকায় বায়ুচাপের আধিক্য আছে এবং আকাশে গভীর সঞ্চারণশীল মেঘের সৃষ্টি হয়েছে। এর প্রভাবে দেশে বৃষ্টি আরও বাড়তে পারে বলে জানিয়েছে আবহওয়া অধিদফতর।

গেলো সপ্তাহ থেকেই আকাশ জানান দিচ্ছে বর্ষা আসছে। তাই আজকের এই পহেলা আষাঢ় আনুষ্ঠানিকতা মাত্র। গত সপ্তাহের পুরোটা জুড়ে দেশের বিভিন্ন অঞ্চলে থেমে থেমে কখনও হালকা, কখনও মাঝারি, আবার কখনও তুমুল বৃষ্টি চলছে। রাজশাহী আবহাওয়া অফিসের পর্যবেক্ষক এসএম গাউসুজ্জামান জানান,

বাংলাদেশের সীমানায় অনেক আগেই চলে এসেছে মৌসুমী বায়ু। এর সঙ্গে আবার যোগ হয়েছে লঘুচাপ। দুইয়ে মিলে আষাঢ়ের আগমনী ধ্বনি সময়মতই বেজে উঠেছে। তিনি আরও জানান- মঙ্গলবার দুপুর ১:১০ মিনিটে বৃষ্টিপাত শুরু হয়। চলে ২:৫৫ মিনিট পর্যন্ত। এসময় বৃষ্টিপাত হয়েছে ৮ মিলিমিটার। পরে সন্ধ্যা ৭:৫০ মিনিটে শুরু হয়ে রাত আটটা পর্যন্ত বৃষ্টিপাত হয়েছে দশমিক ৬ মিলিমিটার।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে