মেয়র লিটনের পক্ষ থেকে দুস্থ মানুষ পাচ্ছে মৌসুমি ফল আম

প্রকাশিত: জুন ১৪, ২০২১; সময়: ৯:৫১ অপরাহ্ণ |
মেয়র লিটনের পক্ষ থেকে দুস্থ মানুষ পাচ্ছে মৌসুমি ফল আম

নিজস্ব প্রতিবেদক : রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র ও নগর আওয়া লীগের সভাপতি এ.এইচ.এম খায়রুজ্জামান লিটনের পক্ষ থেকে রাজশাহীর বিভিন্ন ওয়ার্ডের দুস্থ মানুষের মাঝে মৌসুমি ফল আম বিতরণ করেন রাজশাহী মহানগর ছাত্রলীগ। সোমবার নগরীর নং ২ ওয়ার্ডে আশ্রয়ন প্রকল্পের মানুষের মাঝে এসব আম বিরতণ করা হয়।

জানান গেছে, রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটনের উদ্যোগে বিভিন্ন এলাকায় গরীব মানুষদের মাঝে আম বিতরণ করা হচ্ছে। ২নং ওয়ার্ডের আশ্রয়ন প্রকল্পের ৩০০ পরিবারের মাঝে এসব আম বিতরণ করা হয়েছে। গতকাল রোববার হরিজন পল্লীর ২৫০ পরিবারের মাঝে আম বিতরণ করা হয়। প্রতিটি পরিবার পাচ্ছে ২ কেজি করে আম। এতে পরিবারের শিশু ও বৃদ্ধ সহ অন্যান্য সদস্যের মুখে হাসি ফুটছে।

এসময় উপস্থিত ছিলেন, রাজশাহী মহানগর ছাত্রলীগ সভাপতি নূর মোহাম্মদ সিয়াম, ২ নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি সেলিম রেজা ও সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম ফটিক সহ স্থানীয় আওয়ামী লীগ ও মহানগর ছাত্রলীগের নেতৃবৃন্দ।

 

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে