রাজশাহীতে লকডাউনের সুফল পাওয়া যাচ্ছে : ডিসি

প্রকাশিত: জুন ১৩, ২০২১; সময়: ১১:৫১ অপরাহ্ণ |
রাজশাহীতে লকডাউনের সুফল পাওয়া যাচ্ছে : ডিসি

নিজস্ব প্রতিবেদক : রাজশাহীতে গত শুক্রবার থেকে শুরু হওয়া লকডাউনের সুফল পাওয়া যাচ্ছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক আব্দুল জলিল।

রোববার দুপুরে শহরের লকডাউন পরিস্থিতি পরিদর্শনে বেরিয়ে রাজশাহীর জেলা প্রশাসক মো. আব্দুল জলিল সাংবাদিকদের বলেন, ‘আমরা ইতোমধ্যেই সুফল পেতে শুরু করেছি। রাজশাহীতে করোনায় মৃত্যু ও সংক্রমণ কমতে শুরু করেছে।’

আব্দুল জলিল বলেন, ‘ইতোমধ্যেই আমরা সুফল পাচ্ছি। আপনারা দেখেছেন যে, আজকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে যেসব (১৩ জন) রোগী মারা গেছেন, তাদের মধ্যে দুজন আছেন রাজশাহীর, তবে বাকিরা অন্যান্য জেলার।

‘আজকে আমার কাছে গত ২৪ ঘণ্টার যে প্রতিবেদন আছে, সেখানে রাজশাহী জেলায় করোনা সংক্রমণের হার ২৪ শতাংশ। আমি আশা করছি- আগামী ১৭ জুন পর্যন্ত (সাত দিনের লকডাউন শেষে) সংক্রমণের হার অনেক কমে যাবে। যদি কাঙ্ক্ষিত ফলাফল না আসে তখন হয়তো আমাদের কৌশল পরিবর্তন করতে হবে।’

শহর পরিদর্শনে গিয়ে জেলা প্রশাসক আব্দুল জলিল বলেন, ‘সব ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ আছে, শুধু অল্প কিছু নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার খোলা আছে। আর কিছু উৎসুক জনতা রাস্তায় নামছেন।’

জেলা প্রশাসক সবার সহযোগিতা কামনা করে বলেন, ‘এই শহরের সব মানুষকে আমি বিনয়ের সঙ্গে অনুরোধ করছি যে, এটা (লকডাউন) আপনাদের জন্য। আপনাদের জানমালের নিরাপত্তার জন্য সরকার সিদ্ধান্ত নিয়েছে, সরকারের সিদ্ধান্ত শ্রদ্ধা করুন, সহযোগিতা করুন এবং এই কয়েকটা দিন বাড়িতে থাকুন।’

উল্লেখ্য, মে মাসের মধ্যভাগে চাঁপাইনবাবগঞ্জে করোনাভাইরাসের ভারতীয় ডেল্টা রূপের সংক্রমণ শুরু হয়। তখন এই জেলায় লকডাউন আরোপ করা হলেও রাজশাহী, নওগাঁ ও নাটোর জেলায় লকডাউন ছিল না। সেই সুযোগে চাঁপাইনবাবগঞ্জের বাইরে সংক্রমণ ছড়িয়ে পড়ে। এই পরিস্থিতিতে গত শুক্রবার বিকেল ৫টা থেকে রাজশাহী শহরে লকডাউন আরোপ করে প্রশাসন। লকডাউন চলবে আগামী ১৭ জুন মধ্যরাত পর্যন্ত।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানা গেছে, রাজশাহীতে শনিবার শনাক্তের হার বেড়ে দাঁড়িয়েছে ৫৩ দশমিক ৬৭ শতাংশে। আর রোববার শনাক্তের হার নেমে এসেছে ৪১ দশমিক ১৮ শতাংশ।

  • 187
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে