অনলাইনে রাজশাহীতে আর্ন্তজাতিক কারাতে সেমিনার

প্রকাশিত: জুন ১৩, ২০২১; সময়: ৫:২০ অপরাহ্ণ |
অনলাইনে রাজশাহীতে আর্ন্তজাতিক কারাতে সেমিনার

নিজস্ব প্রতিবেদক : বর্তমানে দেশব্যাপি করোনা পরিস্থিতি ব্যাপক আকার ধারন করেছে। করোনা থেকে বাচার জন্য শরীর চর্চার কোন বিকল্প নাই। তাই সরকারী নির্দেশনা ও স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী সামাজিক দুরত্ব বজায় রেখে নিয়মিত শরীর চর্চার করুন।

রাজশাহীতে ২য় বারের মত কারাতে ও কমিতে টেকনিক এর উপর অনলাইনে আর্ন্তজাতিক কারাতে ট্রেনিং ক্যাম্প গ্র্যান্ডমাস্টার হানশি প্রেমজিৎ সেন (অষ্টম ড্যান ব্ল্যাকবেল্ট, কোচ, রেফারি এবং ওয়ার্ল্ড কারাতে ফেডারেশন এবং এশিয়ান কারাতে ফেডারেশনের বিচারক, গ্লোবাল সেশিংকাই শিতো-রিউ কারাতে-দো ফেডারেশন) এর প্রতিষ্ঠাতা এবং অল ইন্ডিয়া কারাতে-দো ট্রেনিং ওয়েবিনার সেশিংকাই সিতো-রিউ কারাতে দো ফেডারেশন এর ট্রেনিং রবিবার সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত অনুষ্ঠিত হয়।

এই কোভিড মহামারী পরিস্থিতিতে রাজশাহী বিভাগে দ্বিতীয় বারের মত অনলাইনে কোন আর্ন্তজাতিক কারাতে ট্রেনিং অনুষ্ঠিত হলো। আমাদের টেনিংয়ের মাধ্যমে অনুপ্রাণিত করার জন্য শারীরিক সুস্থতা, কিহোন, কাতা ও কুমিতে কৌশলগুলিকে কেন্দ্র করে এমন দুর্দান্ত কারাতে সেমিনার আয়োজনের জন্য হানশি প্রেমজিৎ সেনকে আমাদের এবং বাংলাদেশের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানায়। ধন্যবাদ জানান সংগঠনের সভাপতি এবং সংগঠনের কার্যনির্বাহী পরিষদের সদস্যবৃন্দ।

কারাতে ট্রেনিংয়ে পশ্চিমবঙ্গ, আসাম, বিহার, ঝাড়কান্দ, ওড়িশা, চাটিসগড়, তামিলনাড়ু, কর্ণাটক, উত্তর প্রদেশ, দিল্লি এবং বাংলাদেশসহ প্রায় ৭০০ জন কারাতে খেলোয়াড় অংশগ্রহন করে।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে