রাজশাহী মেডিকেলের করোনা ওয়ার্ডে আরও ৪ জনের মৃত্যু

প্রকাশিত: জুন ১২, ২০২১; সময়: ১১:১৭ পূর্বাহ্ণ |
রাজশাহী মেডিকেলের করোনা ওয়ার্ডে আরও ৪ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক : রাজশাহী মেডিকেলের করোনা ওয়ার্ডে গত ২৪ ঘন্টায় ৪জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে রাজশাহীর তিনজন এবং চাঁপাইনবাবগঞ্জের একজন। উপসর্গ নিয়ে মারা গেছেন তিনজন। একজন ছিলেন করোনা পজেটিভ।

রামেক হাসপাতাল পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, গত ২৪ ঘন্টায় নতুন রোগী ভর্তি হয়েছেন ২৫জন। ছুটি নিয়েছেন ৩৩ জন। ২৭১ বেডের বিপরীতে, রোগী ভর্তি আছেন ২৮৯জন। নতুন ভর্তি রোগীদের মধ্যে রাজশাহীর ১৪ জন, চাঁপাইয়ের ৮জন, নাটোরের ২ জন ও পাবনার একজন রয়েছেন। ভর্তি ২৮৯ জনের মধ্যে রাজশাহীর ১২২, চাঁপাইয়ের ১২০, নাটোরের ১৪, নওগঁার ২৪, পাবনার ৫ এবং কুষ্টিয়ার একজন রয়েছেন। হাসপাতালের আইসিইউতে আছেন ১৮ জন। রাজশাহীর দুটি পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় শনাক্তের হার ছিল ৩৯. ০৭ শতাংশ। এদিন মোট ৩৭৯ নমুনা পরীক্ষায় ১৩টি বাতিল হয়। ফলে ৩৬৬ নমুনার মধ্যে ১৪৩ জন পজেটিভ হন।

এদিকে শুক্রবার বিকেল থেকে কঠোর লকডাউন চলছে রাজশাহী মহানগরে। দোকানপাট বন্ধ থাকছে। বাস, ট্রেনসহ সব ধরনের যানবাহন চলাচল বন্ধ থাকছে। চিকিৎসকরা আশা করছেন, অন্তত দুই সপ্তাহের কঠোর লকডাউন হলে সংক্রমণ ও মৃত্যু হার কমে আসবে।

  • 996
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে