রাজশাহীতে টানা তৃতীয় দিন কমেছে সংক্রমণ

প্রকাশিত: জুন ১২, ২০২১; সময়: ১:৩৩ পূর্বাহ্ণ |
রাজশাহীতে টানা তৃতীয় দিন কমেছে সংক্রমণ

নিজস্ব প্রতিবেদক : করোনাভাইরাসের ‘নতুন হটস্পট’ রাজশাহীতে আরও কমেছে সংক্রমণের হার। শুক্রবার দুইটি ল্যাবে রাজশাহীর ৩৭৯ জনের নমুনা পরীক্ষা করা হয়। এতে ১৪৩ জনের করোনা পজেটিভ এসেছে।

রাতে প্রকাশিত দুইটি পিসিআর ল্যাবের নমুনা পরীক্ষার ফলাফলে এতে দেখা যায়, আগের দিনের চেয়ে দশমিক ৬ শতাংশ কমে করোনা শনাক্তের হার হয়েছে ৩৭ দশমিক ৭৪ শতাংশ। যা বৃহস্পতিবার ছিল ৩৮ দশমিক ৩৪ শতাংশ। এর আগের দিন বুধবার ছিল ৪১ দশমিক ৮৪ শতাংশ।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. সাইফুল ফেরদৌস জানান, শুক্রবার রাজশাহীর দুইটি ল্যাবে চার জেলার মোট ৫৫৯ জনের নমুনা পরীক্ষা হয়েছে। এর মধ্যে করোনা পজেটি এসেছে ২৩৪ জনের।

তিনি জানান, রাজশাহী জেলার ৩৭৯ নমুনা পরীক্ষ করে ১৪৩ জনের করোনা পজেটিভ আসে। এছাড়াও নাটোরের একজনের নমুনা পরীক্ষা করে পজেটিভ এসেছে। আর নওগাঁর ১০৪ নমুনার মধ্যে ২১ জন ও চাঁপাইনবাবগঞ্জের ৭২ নমুনা পরীক্ষায় ১৪ জনের করোনা পজেটিভ আসে।

  • 244
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে