চারঘাটে আম পরিবহনে বিশেষ পার্সেল ট্রেন চালু বিষয়ে মতবিনিময় সভা

প্রকাশিত: মে ১৭, ২০২১; সময়: ৫:৪১ অপরাহ্ণ |
চারঘাটে আম পরিবহনে বিশেষ পার্সেল ট্রেন চালু বিষয়ে মতবিনিময় সভা

নিজস্ব প্রতিবেদক, চারঘাট : রাজশাহীর চারঘাটে আম মৌসুমকে সামনে রেখে বিশেষ পার্সেল ট্রেন চালু বিষয়ে অত্র উপজেলার আম ব্যবসায়ী ও সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে উপজেলার সরদহ রোড ষ্টেশনে এই মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেলওয়ে (পশ্চিমাঞ্চল) ডিসিও নাসির উদ্দীন।

এসময় আরও উপস্থিত ছিলেন, বাংলাদেশ রেলওয়ে (পশ্চিমাঞ্চল) এসিও সাজেদুল ইসলাম, টিআইসি এ কে এম নুরুল আলম, ষ্টেশন মাস্টার ইকবাল কবির, স্টেশন মাস্টার (সহকারী) হাসানুর, টিকিট বুকিং অফিসার মিতু, রহমান, আম ব্যবসায়ী ইদ্রিস আলী, খুশবর আলী, জাহাঙ্গীর, আজিবার, চারঘাট প্রেস ক্লাবের সাধারন সম্পাদক নজরুল ইসলাম বাচ্চু, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি মোজাম্মেল হকসহ স্থানীয় সাংবাদিক ও আমব্যবসায়ীগন।

প্রধান অতিথির বক্তব্যে ডিসিও নাসির উদ্দীন বলেন, করোনা ভাইরাসের কারনে গতবছর হইতে আম ব্যবসায়ীদের সহায়তায় শুধুমাত্র আমের মৌসুমে সরকার বিশেষ পার্সেল ট্রেন চালু করেছে। চলতি আমের মৌসুমে এই ট্রেন চালু হবে যাতে করে আম চাষী ও ব্যবসায়ীরা স্বল্প ব্যয়ে ঢাকায় আম নিয়ে যেতে পারে। সাংবাদিকদের এক প্রশ্নে উত্তরে সবকিছু ঠিক থাকলে আগামী ২৫শে মে থেকে এই বিশেষ স্পেশাল ট্রেন চাপাইনবাবগঞ্জ থেকে রাজশাহী হয়ে সরদহ রোড ষ্টেশন থেকে আম পরিবহন শুরু করবে বলে তিনি জানান।

  • 92
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে