খুশির দিনে রাজশাহীতে পরিবহন শ্রমিকদের বিক্ষোভ

প্রকাশিত: মে ১৪, ২০২১; সময়: ১২:৫৫ অপরাহ্ণ |
খুশির দিনে রাজশাহীতে পরিবহন শ্রমিকদের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক : দূরপাল্লার বাস চালুর দাবিতে ঈদের খুশির দিন রাজশাহী অবস্থান কর্মসূচি পালন করছে পরিবহন মালিক শ্রমিকরা। শুক্রবার দুপুর ১২টার দিকে রাজশাহীর শিরোইল বাস টার্মিনালে মালিক শ্রমিকরা জড়ো হয়ে অবস্থান কর্মসূচী পালন করে। পরে সেখান থেকে বিক্ষোভ মিছিল বের করে তারা।

রাজশাহী মটোর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মাহাতাব হোসেন চৌধুরী বলেন, বাস বন্ধ থাকায় শ্রমিকরা মানবেতর জীবনযাপন করতে। তারা ঈদ করতে পারেনি। এভাবে চলতে থাকলে শ্রমিকরা না খেয়ে মারা যাবে। দ্রুত দূরপাল্লার বাস চালু করার দাবি জানান তিনি।

এদিকে, স্বাস্থ্যবিধি মেনে আন্তঃজেলা বাস চলাচলের অনুমতি দেওয়ার দাবিতে ঈদেও দিনে অবস্থান কর্মসূচী পালন করেছে জয়পুরহাট জেলা মটোর শ্রমিক ইউনিয়নের শ্রমিকরা। শুক্রবার বেলা ১১ টায় শহরে কেন্দ্রীয় বাস টার্মিনাল চত্বরের সামনে অবস্থান কর্মসূচী পালন করেন তারা।

এ সময় অবস্থান কর্মসূচীতে বক্তব্য রাখেন, জয়পুরহাট জেলা বাস- মিনিবাস মালিক গ্রুপের সভাপতি আনিছুর রহমান লিটন, জয়পুরহাট জেলা মটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম. সহ সভাপতি ইকবাল হোসেন, সহ সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবু, সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন, রাশেদ আহম্মেদ মিলন প্রমুখ।

বক্তারা বলেন, বাংলাদেশের ৫০ বছরের ইতিহাসে ঈদের সময় আন্তজেলা বাস চলাচলে নিষেধাজ্ঞায় এমন দুর্বিষহ দিন কখনোই আসেনি। আমরা সরকার কে বলেছিলাম, সংক্রমণ যাতে না বাড়ে, সে বিষয়টিকে অধিকতর গুরুত্ব দিয়ে শতভাগ স্বাস্থ্যবিধি মেনে গাড়ি এক জেলা থেকে অন্য জেলায় যাবে।

সামাজিক দূরত্ব মানার বিষয়টিও নিশ্চিত করা হবে। কিন্তু সরকার আমাদের কথা শুনলো না। আমাদের আন্তজেলা গাড়িগুলো চালানোর অনুমতি দিলেন না। আমাদের পিঠও দেয়ালে ঠেকে গেছে। তাই আবারও আন্তজেলা বাস চালানোর সুযোগ দেওয়ার দাবিতে ঈদের দিনে এই অবস্থান কর্মসূচি পালন করছি।

এদিকে, একই দাবিতে সারা দেশের পরিবহন মালিক শ্রমিকরা এই কর্মসূচী পালন করছে। ঢাকার মহাখালী বাস টর্মিনালে দূরপাল্লার বাস খুলে দেওয়ার দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতিসহ বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতাকর্মীরা। শুক্রবার (১৪ মে) সকালে ঈদের নামাজ পড়ে নেতাকর্মীরা অবস্থান কর্মসূচিতে অংশ নেন। এ সময় তারা দূরপাল্লার বাস খুলে দেয়ার দাবি জানান।

  • 164
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে