রাজশাহী জেলা ছাত্রলীগের ঈদ উপহার বিতরন

প্রকাশিত: মে ১১, ২০২১; সময়: ১:২৪ অপরাহ্ণ |
রাজশাহী জেলা ছাত্রলীগের ঈদ উপহার বিতরন

নিজস্ব প্রতিবেদক : রাজশাহীতে আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির নির্দেশনায় রাজশাহী জেলা ছাত্রলীগের পক্ষ থেকে ৫০ জন দরিদ্র রিক্সা চালকের মুখে হাসি ফুটিয়েছেন জেলা ছাত্রলীগ নেতা জাকির আহামেদ অমি। সোমবার সন্ধায় জেলা ছাত্রলীগ নেতা জাকির আহামেদ অমির ব্যক্তিগত আয়োজনে ৫০ জন দুস্থ রিক্সা চালক কে আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে ঈদ উপহার হিসাবে লুঙ্গী ও পাঞ্জাবি বিতরণ করেন এ ছাত্রলীগ নেতা। এসময় ছাত্রলীগের নেতা কর্মীবৃন্দরা উপস্থিত ছিলেন।

এর আগেও কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশে গত ২১ এপ্রিল রাজশাহী জেলার সকল হতদরিদ্র পরিবারের শিশুদের মাঝে রাজশাহী জেলা ছাত্রলীগের পক্ষ থেকে গুড়া দুধ বিতরন কার্যক্রম শুরু করেন ছাত্রলীগ নেতা জাকির আহামেদ অমি। রাজশাহী জেলা ছাত্রলীগের এ নেতার নেতৃত্বে এই কার্যক্রমটি এখনও অব্যাহত রয়েছে।

ছাত্রলীগ নেতা জাকির আহমেদ অমি বলেন, প্রিয় সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির শীর্ষ নেতাদের দিক নির্দেশনায় করোনাকালীন সময়ের শুরু থেকে টিউশনির টাকা দিয়ে, নিয়মিত মাস্ক ও ত্রাণ বিতরনসহ জনসচেতনতা বৃদ্ধির জন্য কাজ করে আসছি।

জাকির আহমেদ অমি বলেন, কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশে গত মাসের ২১তারিখ থেকে রাজশাহী জেলার সকল হতদরিদ্র পরিবারের শিশুদের মাঝে ফ্রি দুধ বিতরন করা হচ্ছে। তিনি আরো জানান, আমার নাম্বারে কল দিয়ে শিশুর বাবা অথবা মা সঠিক পরিচয় দিলে আমি বিভিন্ন মাধ্যমে তাদের বাসায় ফ্রি শিশুদের দুধ পৌঁছে দিচ্ছি।

এদিকে, মাহে রমজান উপলক্ষে দুস্থ মানুষের মাঝে ইফতার বিতরন অব্যহত রয়েছে। আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে মঙ্গলবার সন্ধা থেকে প্রায় ৫০ জন দুস্থ রিক্সা চালকদের মাঝে লুঙ্গী ও পাঞ্জাবি বিতরণ করা হয়ে। এছাড়াও ঈদ উপহার হিসাবে খাদ্য সামগ্রী বিতর করা হবে বলে জানান ছাত্রলীগ নেতা জাকির হোসেন অমি।

  • 345
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে