পবায় ব্যক্তিগত উদ্যোগে ঈদ উপহার বিতরণ

প্রকাশিত: মে ১০, ২০২১; সময়: ৮:৪৬ অপরাহ্ণ |
পবায় ব্যক্তিগত উদ্যোগে ঈদ উপহার বিতরণ

নিজস্ব প্রতিবেদক : চলমান করোনা পরিস্থিতিতে খাদ্য সংকট দূর করতে ব্যক্তি উদ্যোগে তিন শত দরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার দিয়েছেন ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হানিফ মোহাম্মদ পলাশ ।

সোমবার সকালে পবা উপজেলার, হরিয়ান ইউনিয়নের কিসমত কুখন্ডী বুধপাড়া এলাকায় আম বাগান মাঠে সামাজিদ দূরত্ব বজায় রেখে তিনি ঈদ উপহার বিতরণ করেন। ঈদ উপহারসামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন হরিয়ান ইউনিয়ন চেয়ারম্যান মফিদুল ইসলাম (বাচ্চু) ,৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ওমর ফারুক ভাদু, সাধারণ সম্পাদক রবিউল ইসলামসহ উপস্থিত ছিলেন অত্র ইউনিয়নের মেম্বারগণ ও আওয়ামী লীগের নেতা কর্মীবৃন্দ।

হানিফ মোহাম্মদ পলাশ বলেন, করোনার মতো মহামারির এই দিনে আমাদের প্রধানমন্ত্রী দিনরাত জনগণের পাশে রয়েছেন। মন্ত্রী, এমপি, দলীয় নেতাকর্মী ও প্রশাসনের লোকদের মাধ্যমে দেশের সকল মানুষের খোঁজখবর নিচ্ছেন। সামাজিক দায়বদ্ধতার অংশ হিসাবে ঈদ উপহার বিতরণ করেছি। এ নিয়ে দু’দফায় আমি সমাজের দরিদ্রের পাশাপাশি মধ্যবত্তি পরবিারগুলোকে খাদ্য সহায়ত দিয়ে আসছি।

তিনি আরো বলেন, ঈদ মানে আনন্দ। তবে কেরানাভাইরাসের প্রভাবে ঈদ হচ্ছে অন্যরকম পরিবেশে। তাই আমি আমার সাধ্যমতো দরিদ্র পরিবারের পাশে দাঁড়িয়েছি ঈদ উপহার নিয়ে যাতে করে ঈদের দিন হলেও তারা মিষ্টিমুখ করতে পারে। কর্মহীন, অসহায় ও নিম্মবিত্ত পরিবারের মাঝে আমার নিজস্ব উদ্যোগে ঈদ উপহার হরিয়ান ইউনিয়নে তিন শত পরিবারের মাঝে বিতরণ করা হয়েছে। উপহারের মাঝে ছিলো, সেমাই,চিনিসহ বিভিন্ন প্রকার ঈদসামগ্রী।উপহার সামগ্রী নিতে আসা মানুষদের মাস্ক বিতরণ করেছি। করোনা মোকাবিলায় ভয় নয়, সচেতনতা বাড়াতে সরকারের এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেয়া বিভিন্ন দিক নির্দেশনা মেনে চলতে অনুরোধ জানান।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে