এফবিসিসিআই’র নতুন পরিচালক শামসুজ্জামান আওয়ালকে সাংবাদিক সংস্থার অভিনন্দন

প্রকাশিত: মে ১০, ২০২১; সময়: ৭:৩৮ অপরাহ্ণ |
এফবিসিসিআই’র নতুন পরিচালক শামসুজ্জামান আওয়ালকে সাংবাদিক সংস্থার অভিনন্দন

প্রেস বিজ্ঞপ্তি : ব্যবসায়ী-শিল্পপতিদের শীর্ষ সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) পরিচালক নির্বাচিত হওয়ায় রাজশাহীর বিশিষ্ট ব্যবসায়ী মো. শামসুজ্জামান আওয়ালকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী জেলা শাখা।

সাংবাদিক সংস্থার পক্ষে সোমবার বিকেলে প্রেরিত রাজশাহী জেলা শাখার সভাপতি রফিক আলম ও সাধারণ সম্পাদক এস.এইচ.এম. তরিকুল স্বাক্ষরিত ওই বার্তায় উল্লেখ করা হয়- ব্যক্তিত্ববান হবার কারণেই ব্যবসায়ী মো. শামসুজ্জামান আওয়াল বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক নির্বাচিত হয়েছেন। নতুন নের্তৃবৃন্দ রাষ্ট্রীয় ও সামাজিক কার্যক্রমের ইতিবাচক অবদান অব্যাহত রেখে আরো এগিয়ে যাবে। একই সাথে আশা করছি, ব্যবসায়ী মো. শামসুজ্জামান আওয়াল তার এ সফলতার কৌশলটি এফবিসিসিআই- প্রতিষ্ঠানেও কাজে লাগিয়ে এক ইতিহাস রচনা করবেন।

অভিনন্দন বার্তায় অন্যদের মধ্যে সর্বাঙ্গীন কল্যাণ কামনা করেছেন- সিনিয়র সহ-সভাপতি আবু সালে মোহাম্মদ ফাত্তাহ, সহ-সভাপতি আমীর ফয়সাল সম্রাট, যুগ্ম সম্পাদক শাহরিয়ার অনতু ও হাবিবুর রহমান পাপ্পু, সাংগঠনিক সম্পাদক ইসমাইল হোসেন হুমায়ুন, সহ-সাংগঠনিক সম্পাদক হাবিব আহমেদ, সিনিয়র সদস্য সুজাউদ্দিন ছোটন প্রমুখ।

উল্লেখ্য, গত ৫ মে পরিচালনা পর্ষদের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় এফবিসিসিআই এর পরিচালক নির্বাচিত হন বিশিষ্ট ব্যবসায়ী মো. শামসুজ্জামান আওয়াল। তিনি পলাশী এগ্রো ইন্ডাস্ট্রির চেয়ারম্যান, গোল্ড এসোসিয়েট প্রাঃ লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর, জেড এন্ড কে প্রাঃ লিমিটেডের ডিরেক্টর, মো.শামসুজ্জামান ডেভেলপারস এর প্রোপ্রাইটার ও সিল্কসিটি মিডিয়া লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর। এরআগে তিনি রাজশাহী চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রির পরিচালক সহ বিভিন্ন ব্যবসায়ী সংগঠনে সুনামের সাথে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।

  • 4
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে