পবায় অভ্যন্তরিন বোরো ধান চাল ও গম সংগ্রহের উদ্বোধন

প্রকাশিত: মে ৮, ২০২১; সময়: ৪:২৪ অপরাহ্ণ |
পবায় অভ্যন্তরিন বোরো ধান চাল ও গম সংগ্রহের উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক : রাজশাহীর পবায় অভ্যন্তরিন বোরো ধান চাল ও গম সংগ্রহের উদ্বোধন করা হয়েছে। শনিবার পবা উপজেলার নওহাটাস্থ খাদ্য গোডাউনে এ উদ্বোধন করা হয়।

পবা উপজেলা খাদ্য কর্মকর্তা জাকির হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি থেকে বোরো ধান চাল ও গম সংগ্রহের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার শিমুল আকতার। বিশেষ অতিথি ছিলেন নওহাটা পৌর মেয়র হাফিজুর রহমান হাফিজ, নওহাটা পৌর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আব্দুল মাননান, বিশিষ্ট ব্যবসায়ী আশরাফ আলী।

জানা গেছে, পবা উপজেলায় ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা ৬১৯ মে.টন, গম ৬৬৫ মে.টন এবং চাল ৩ হাজার ২৮১ মে.টন। এ সংগ্রহ চলতি বছরের ৩১ আগষ্ট পর্যন্ত চলবে।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে