রাজশাহীতে এবার ফিতরা ৬০ টাকা নির্ধারণ

প্রকাশিত: এপ্রিল ২২, ২০২১; সময়: ৯:৫৯ অপরাহ্ণ |
রাজশাহীতে এবার ফিতরা ৬০ টাকা নির্ধারণ

নিজস্ব প্রতিবেদক : রাজশাহী ও এর আশপাশের এলাকার জন্য এবার জনপ্রতি ৬০ টাকা ফিতরা নির্ধারণ করা হয়েছে। প্রতি বছরের মতো এবারও রাজশাহী মহানগরীর জামেয়া ইসলামিয়া শাহ মখদুম মাদ্রাসা কর্তৃপক্ষ ফিতরা নির্ধারণ করেছে। বৃহস্পতিবার দুপুরে এই ফিতরা নির্ধারণ করা হয়।

এর আগে বিভিন্ন মসজিদের ইমাম, মাদ্রাসার শিক্ষক, ওলামায়ে কেরাম, সাংবাদিক, মুফতি-মুহাদ্দিসসহ গণ্যমান্য ব্যক্তিবর্গের সঙ্গে মোবাইলে যোগাযোগ করে তাদের মতামত গ্রহণ করা হয়। পরে ৬০ টাকা ফিতরা নির্ধারণের বিষয়টি নিশ্চিত করেছেন মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা শাহাদত আলী।

রাজশাহী মহানগরীর জামেয়া ইসলামিয়া শাহ মখদুম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা শাহাদত আলী জানান, রাজশাহীতে আটার মূল্য ৩৫ টাকা কেজি ধরলে ১ কেজি ৬৫০ গ্রাম আটার দাম হয় ৫৯ টাকা ৪০ পয়সা। তাই এই বছর মাথাপিছু ফিতরা ৬০ টাকা নির্ধারণ করা হয়েছে। খেজুর বা কিসমিসের তিন কেজি ৩০০ গ্রামের মূল্য ধরেও ফিতরা আদায় করা যাবে।

রাজশাহীর বাজারে কিসমিস ৪০০ টাকা কেজি হিসাবে ধরলে ফিতরা ১ হাজার ৩২০ টাকা হবে। আর খেজুর ৩০০ টাকা কেজি হিসাবে ধরলে ৯৯০ টাকায় ফিতরা আদায় করা যাবে।

  • 239
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে