রাজশাহীতে পুলিশের ভূয়া সাব-ইন্সপেক্টর গ্রেপ্তার

প্রকাশিত: এপ্রিল ২০, ২০২১; সময়: ৯:২৪ অপরাহ্ণ |
রাজশাহীতে পুলিশের ভূয়া সাব-ইন্সপেক্টর গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক : রাজশাহীতে পুলিশের সাব-ইন্সপেক্টর পরিচয় প্রদানকারী এক প্রতারককে আটক করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) গোয়েন্দা শাখা। সোমবার (১৯ এপ্রিল) দিবাগত রাতে মহানগরীর এয়ারপোর্ট এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক ব্যক্তির নাম মো. ফিরোজ আহাম্মদ। তিনি রাজশাহী মহানগরীর এয়ারপোর্ট থানার বায়া পালপাড়া গ্রামের মো. ইসমাইল হোসেনের ছেলে। মঙ্গলবার আরএমপির এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

আরএমপির মিডিয়া উইং সূত্রে জানা গেছে, মো. ফিরোজ আহাম্মদ তিন-চার বছর যাবত রাজশাহী মহানগরীর বিভিন্ন এলাকায় সহজ-সরল বেকার যুবকদেরকে চাকুরীর প্রলোভন দিয়ে অভিভাবকের কাছ থেকে মোটা অংকের টাকা হাতিয়ে নিচ্ছিলেন। নিজেকে নগর পুলিশের সাব-ইন্সপেক্টর পরিচয় দিতেন তিনি। কখনও নগরীর রাজপাড়া থানা, কখনও মতিহার থানা, কখনও বোয়ালিয়া মডেল থানায় কর্মরত আছেন বলে পরিচয় দিতেন।

এছাড়াও ফিরোজ সহজ-সরল অবিবাহিত মেয়েদের সঙ্গে প্রেমের সম্পর্ক তৈরি করতেন। বিয়ের আশ্বাস দিয়ে তাদের অভিভাবকের কাছ থেকে মোটা অংকের টাকা হাতিয়ে নিতেন। এমনকি মেয়েদের অভিভাবকের কাছ থেকে উচ্চতর প্রশিক্ষণের জন্য বিদেশ যাওয়ার কথা বলে মোটা অংকের টাকা হাতিয়ে নিয়েছেন।

আরএমপির মিডিয়া উইং জানায়, গোয়েন্দা পুলিশের একটি বিশেষ দল গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দিবাগত রাতে অভিযান চালিয়ে আসামীর বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে। আসামীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানানো হয়েছে।

  • 307
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে